অবসরের ৩ বছরের মধ্যে নির্বাচন নয়: হাইকোর্ট

সরকারি কর্মকর্তারা অবসরের ৩ বছরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না বলা গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) চ্যালেঞ্জ করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
রবিবার (১৪ আগস্ট) বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মো. সোহরাওয়ার্দীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান। আর রিটের পক্ষে আইনজীবী ছিলেন আব্দুল হাই।
আদালতের আদেশের পর আইজীবী আব্দুল হাই বলেন, নির্বাচনে অযোগ্যতা সংক্রান্ত গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) (চ) চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের শুনানি নিয়ে আদালত রিটটি খারিজ করে দিয়েছেন। এখন এ আদেশের বিরুদ্ধে আপিল করা হবে।
এর আগে গত ৪ আগস্ট আইনটি চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়াচর) থেকে জাতীয় পার্টির প্রার্থী নুরুল কাদের সোহেল। এতে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব, সংসদ সচিব, আইন সচিব, রাষ্ট্রপতি সচিব, সব বিভাগের কমিশনারসহ ডিসিদের বিবাদী করা হয়।
এমএ/এসজি/
