হাইকোর্টের এক বেঞ্চে একদিনে সহস্রাধিক মামলা নিষ্পত্তি

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চে একদিনে ১ হাজার ১৮৫টি ফৌজদারি মামলার নিষ্পত্তি হয়েছে। বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. বশির উল্লাহ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আজ বৃহস্পতিবার (১১ আগস্ট) এসব মামলা নিষ্পত্তি করেন।
এরমধ্যে রয়েছে নিয়মিত ৮৫টি ফৌজদারি মামলা এবং ২০২০ সাল পর্যন্ত মামলাগুলোর মধ্যে এক হাজার ১০০টি মামলা। ফৌজদারি কার্যবিধির ৪৯৮ ধারা অনুসারে ২০২০ সাল পর্যন্ত পুরোনো ফৌজদারি বিবিধ মামলাগুলো দ্রুত শুনানি এবং নিষ্পত্তির উদ্যোগ নেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। এর অংশ হিসেবে বিশেষভাবে এসব মামলা নিষ্পত্তি করা হলো।
মামলা নিষ্পত্তিতে হাইকোর্ট বেঞ্চের এখতিয়ার সম্পর্কে বলা হয়, বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল সোয়া ৪টা পর্যন্ত একত্রে ডিভিশন বেঞ্চ বসবেন এবং ফৌজদারি কার্যবিধি আইনের ৪৯৮ ধারা মোতাবেক ২০২০ সাল পর্যন্ত ফৌজদারি বিবিধ মোকদ্দমা শুনানি ও নিষ্পত্তি করবেন।
এমএ/এসএন
