জ্বালানি তেলের দাম বৃদ্ধির বৈধতা প্রশ্নে হাইকোর্টে রিট

ডিজেল, পেট্রোল ও অকটেনসহ জ্বালানি তেলের দাম বৃদ্ধির বৈধতা প্রশ্নে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে।
সোমবার (৮ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ এ রিট দায়ের করেন। রিটে জ্বালানি সচিব, জ্বালানি উপসচিব ও বিইআরসির চেয়ারম্যানকে বিবাদী করা হয়।
বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আবেদনটির ওপর শুনানি হতে পারে বলে জানা গেছে।
সোমবার দায়ের করা এ রিটে তেলের দাম বৃদ্ধি করে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জারি করা গেজেট স্থগিত, বাতিল ও প্রত্যাহার চাওয়া হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (৪ আগস্ট) দিবাগত রাত ১২টা থেকে কার্যকর করা হয়েছে জ্বালানির বর্ধিত মূল্য। এরপর থেকেই পরিবহন ভাড়া নিয়ে শুরু যাত্রী ও পরিবহনকর্মীদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এ ছাড়া জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পড়তে করে নিত্যপ্রয়োনীয় এবং ভোগ্যপণ্যেও। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ঘোষণার পর শনিবার (৬ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে বৈঠকে বসেন পরিবহন মালিকরা। এরপর রবিবার (৭ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে ডিজেলচালিত বাস ও মিনিবাসের সর্বোচ্চ ভাড়া পুনঃনির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে সরকার।
এমএ/এসএন
