বাউয়েটে হলো সেমিনার ‘বঙ্গবন্ধু, বাংলাদেশ ও আইনের শাসন’
নাটোরের কাদিরাবাদ সেনানিবাসের ‘বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বাউয়েট)’-এ হয়েছে ‘বঙ্গবন্ধু, বাংলাদেশ ও আইনের শাসন’ সেমিনার।
স্কাইলাইট হলে হয়েছে এই বিশেষ সেমিনার।
প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন স্থানীয় সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বকুল। তিনি এই নাটের-১ আসনের এমপি।
সেমিনারে সভাপতিত্ব করেছেন উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মো. মোস্তফা কামাল।
প্রধান আলোচক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান ও অধ্যাপক ড. এম. হাসিবুল আলম প্রধান।
শহিদুল ইসলাম বকুল এমপি তার আসনের সেনাবাহিনীর বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ের সেমিনারে বঙ্গবন্ধুকে নিয়ে বলেছেন, ‘আমাদের শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এই বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করেছেন ও তিনি আইনের শাসন প্রতিষ্ঠা করেন। এখন মানুষ ন্যায় বিচার পাচ্ছেন, স্বাধীনভাবে তাদের ধর্ম-কর্ম করতে পারছেন বাংলাদশের আইন ও বিচার ব্যবস্থা শক্তিশালী হওয়ায়।’
আলোচনা করেছেন বাউয়েটের ট্রেজারার কর্ণেল (অব.) মোহাম্মাদ হামিদুল হক পিএসসি।
রেজিস্ট্রার লে: কর্ণেল (অব.) শেখ শামীম হোসেন আলোচনা করেছেন।
স্বাগত বক্তব্য দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন এবং আইন ও বিচার বিভাগের প্রধান ড. মো. শহীদুল ইসলাম।
উপস্থাপনা করেছেন বিভাগের প্রভাষক মোখলেছুন্নাহার।
আইন ও বিচার বিভাগের শিক্ষক ও ছাত্র, ছাত্রীরা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আগ্রহী ছাত্র, ছাত্রী এবং গবেষক, আশেপাশের অ্যাডভোকেট ও আইনের কলেজগুলোর শিক্ষক, ছাত্র, ছাত্রী; বিশ্ববিদ্যালয়ের অনুষদীয় ডিনরা, অধ্যাপকরা এবং আগ্রহী ছাত্রছাত্রীরা এই সেমিনারে অংশ নিয়েছেন।
ওএফএস।