হাজী সেলিমের জামিন শুনানি আজ
দুর্নীতির দায়ে দণ্ডপ্রাপ্ত ও সরকার দলীয় সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের জামিন আবেদন শুনানির জন্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আজ সোমবারের (১ আগস্ট) কার্যতালিকায় এসেছে। প্রধান বিচারপতির এজলাসে মামলাটি শুনানির জন্য নির্ধারিত আছে।
প্রধান বিচারপতির নেতৃত্বে তিন বিচারপতির সমন্বয়ে গঠিত আদালতের কার্যতালিকায় মামলাটি শুনানির জন্য ছয় নম্বরে আছে।
এর আগে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করে জামিন পাননি হাজী সেলিম। গত ৬ জুন তার জামিন আবেদন নাকচ করে মামলটি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠায় চেম্বার জজ আদালত।
ওই দিন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খুরশীদ আলম খান গণমাধ্যমকে জানিয়েছিলেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম এনায়েতুর রহিম হাজী সেলিমকে জামিন দেননি। কারণ এ আদালতে এ ধরনের আসামিকে জামিন দেওয়ার এখতিয়ার নেই।
তবে, সর্বোচ্চ আদালতের বিচারক জামিন আবেদনটি নিয়মিত বেঞ্চে পাঠান এবং শুনানির জন্য ১ আগস্ট দিন ধার্য করেন।
প্রসঙ্গত ২০০৮ সালে দায়ের করা দুর্নীতি মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত হাজী সেলিম গত ২২ মে নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন চান। তবে জামিন আবেদন নাকচ করে আদালত তাকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠায়।
গত ১০ ফেব্রুয়ারি হাইকোর্ট একটি রায় প্রকাশ করে, সেখানে হাজী সেলিমকে এ মামলায় ৩০ দিনের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়।
সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালে হাজী সেলিমের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় ২০২১ সালের ৯ মার্চ নিম্ন আদালতের রায় বহাল রাখে উচ্চ আদালত।
এমএ/এসএন