শিশু ধর্ষণ: যুবকের যাবজ্জীবন

পাঁচ বছরের শিশুকে ধর্ষণের দায়ে আসামি মো. সবুজকে (২২) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ট্রাইবুনাল। আসামির উপস্তিতিতে এই রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল। রাজধানীর আদাবরের ওই ঘটনায় করা মামলায় বৃহস্পতিবার (২৮ জুলাই) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫ এর বিচারক সামছুন্নাহার এ রায় ঘোষণা করেন।
রায়ে তাকে ১ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। সাজা পরোয়ানা দিয়ে আসামিকে কারাগারে পাঠানো হয়।
উল্লেখ্য, ২০২০ সালের ৮ নভেম্বর রাজধানীর আদাবর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (১) ধারায় মামলাটি দায়ের করেন ভুক্তভোগী শিশুর মা। পরের দিন আসামি মো. সবুজকে গ্রেপ্তার করা হয়।
মামলাসূত্রে জানা যায়, ২০২০ সালের ৮ নভেম্বর সকালে শিশুটির মা ও বাবা কাজের উদ্দেশ্যে বাইরে বের হন। বাদীর মামা মো. ফিরোজ সকালে বাসায় থাকলেও সন্ধ্যায় ব্যক্তিগত কাজে তিনিও বের হন। এরপর আসামি মো. সবুজ পাঁচ বছরের ওই শিশুকে ঘরে একা পেয়ে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ৭টার মধ্যে মুখ চেপে ধরে ধর্ষণ করে। সন্ধ্যায় শিশুটির মা ও বাবা বাসায় আসলে তাদের মেয়ের কাছ থেকে বিষয়টি জানতে পারেন।
মামলাটি তদন্ত করে গত ৩১ আগস্ট চার্জশিট দাখিল করা হয়। এরপর গত ১০ জানুয়ারি মামলাটিতে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় আদালত। বিচার চলাকালে ৯ সাক্ষীর মধ্যে সবার সাক্ষ্য গ্রহণ করে আজ রায় দেয় আদালত।
এমএ/এএস
