বার কাউন্সিল নির্বাচনে জয়ী, প্রসিকিউশন টিমের দুজনকে সংবর্ধনা
বার কাউন্সিল নির্বাচনে জয়ী এবং কাউন্সিলের ভাইস চেয়ারম্যানসহ গুরুত্বপূর্ণ দুটি পদে নির্বাচিত হওয়ায় প্রসিকিউশন টিমের দুই সদস্যকে সংবর্ধনা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম।
মঙ্গলবার (২৬ জুলাই) বিকালে প্রসিকিউশন দপ্তরে সৈয়দ রেজাউর রহমানের কক্ষে তাদের এ সংবর্ধনা দেওয়া হয়।
নির্বাচিত দুজন হলেন— কাউন্সিলের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়া ও অ্যাটর্নি জেনারেলের পদমর্যাদার প্রসিকিউটর সৈয়দ রেজাউর রহমান এবং কাউন্সিলের নির্বাহী কমিটির চেয়ারম্যান নির্বাচিত হওয়া প্রসিকিউটর মোখলেসুর রহমান বাদল।
সংবর্ধনা অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে সৈয়দ রেজাউর রহমান এই নির্বাচনে তার অংশগ্রহণ করার প্রেক্ষাপট তুলে ধরেন। তিনি বলেন, বার কাউন্সিল নির্বাচনে আমাদের প্যানেল নির্ধারণ করা সংক্রান্ত এই বৈঠকে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা জানতে চেয়েছিলেন কে কে নির্বাচন করতে আগ্রহী। আগ্রহীদের নাম জানার পর নির্বাচন করতে আমি আগ্রহী কিনা তা প্রধানমন্ত্রী জানতে চাইলেন। আমি বললাম যে, আমি নির্বাচন করতে আগ্রহী না। তখন প্রধানমন্ত্রী জানতে চাইলেন যে, আমি এ পর্যন্ত কতবার নির্বাচন করেছি। প্রশ্নের জবাব দেওয়ার পর প্রধানমন্ত্রী বললেন যে, এতোবার নির্বাচন করেছেন নিজের ইচ্ছায়, আর আমরা দোয়া করেছি। এবার নির্বাচন করবেন দলের ইচ্ছায়। এই প্রেক্ষাপটে আমি নির্বাচনে অংশগ্রহণ করি।
বক্তব্যে তিনি প্রসিকিউটর মোখলেসুর রহমান বাদলের অংশগ্রহণ করার প্রেক্ষাপটও তুলে ধরেন। তিনি বলেন, মোখলেসুর রহমান বাদল যেহেতু প্রসিকিউটর, তাই উনার নির্বাচনে প্রার্থী হওয়া ঠিক হবে কিনা, এমন প্রশ্ন তুলেছিলেন আমাদের দলের গুরুত্বপূর্ণ একজন। তখন আমি বললাম যে, প্রসিকিউটর পদে থেকে আমিও তো নির্বাচন করছি। তাছাড়া প্রসিকিউটর পদে থেকে ইতোপূর্বে নির্বাচনে অংশগ্রহণ করে আমি জয়লাভও করেছি।
বক্তব্যে সৈয়দ রেজাউর রহমান আইন পেশার মর্যাদা নিয়েও কথা বলেন। কথার প্রসঙ্গে তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হয়েছি শুধু মর্যাদার জন্যে। প্রসিকিউটর হিসেবে আমি কোনো আর্থিক সুবিধা নিচ্ছি না।
তাছাড়া একুশ আগস্টের গ্রেনেড হামলা মামলায় তার নেতৃত্বে মোখলেসুর রহমান বাদলসহ ১২ জনের প্রসিকিউশন টিমের কেউই কোনো আর্থিক সুবিধা নেননি বলেও জানান তিনি।
সংবর্ধনার জবাবে দেওয়া বক্তব্যে মোখলেসুর রহমান বাদল বার কাউন্সিলের উন্নয়নে কাজ করে যাওয়ার অঙ্গীকার করেন। তাকে নির্বাচনে জয়যুক্ত করায় তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অ্যাটর্নি জেনারেলের পদমর্যাদার আরেক প্রসিকিউটর সৈয়দ হায়দার আলীর সভাপতিত্বে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভাপতির বক্তব্যে তিনি বলেন, আমাদের প্রসিকিউশন টিমের দুইজন নির্বাচনে অংশগ্রহণ করেছেন এবং দুইজনই জিতেছেন। তারমানে প্রসিকিউশন টিম আমরা এখানে যে কাজকর্ম করি, সারাদেশের আইনজীবীরা তা পছন্দ করেন।
প্রসিকিউটর তাপস কান্তি বলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার মেছবাহ উদ্দিন আহমেদ, প্রসিকিউটর সুলতান মাহমুদ সীমন, মো. সাহিদুর রহমান, আবুল কালাম, জাহিদ ইমাম, সাবিনা ইয়াসমিন খান ও রেজিয়া সুলতানা চমন।
এমএ/আরএ/