দুর্নীতি: ওসি প্রদীপ দম্পতির মামলার রায় আজ

মেজর (অবসরপ্রাপ্ত) সিনহা মোহাম্মদ রাশেদ হত্যার দায়ে মৃত্যুদণ্ড পাওয়া প্রদীপ কুমার দাশ ও তার স্ত্রী চুমকির বিরুদ্ধে হওয়া দুর্নীতি মামলার রায় ঘোষণার জন্য মঙ্গলবার (২৭ জুলাই) দিন ধার্য আছে। চট্টগ্রাম বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মুন্সী আব্দুল মজিদ রায় ঘোষণার জন্য এই দিন ধার্য রেখেছেন।
মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে এ দিন ধার্য করে গত ১৮ জুলাই আদেশ দেন আদালত। প্রদীপ দম্পতির উপস্থিতিতে এই নির্দেশ দেওয়া হয়।
২০২১ সালের ১৫ ডিসেম্বর একই আদালত দুর্নীতি মামলার চার্জ গঠনের মাধ্যমে প্রদীপ এবং তার স্ত্রী চুমকির বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেন।
চলতি বছরের ২৬ জুলাই আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা দুদক চট্টগ্রামের সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন।
প্রদীপ গ্রেপ্তার হয়ে কারাগারে থাকলেও গত ২৩ মে আদালতে আত্মসমর্পণ করেছেন প্রদীপের স্ত্রী চুমকি। পরে আদালত শুনানি শেষে তাকে কারাগারে পাঠান।
গত ২৩ আগস্ট দুদকের সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-২ এর তৎকালীন সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন বাদি হয়ে প্রদীপ ও তার স্ত্রীর অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেন। তাদের বিরুদ্ধে ৩ কোটি ৯৫ লাখ ৫ হাজার ৬৩৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন ও মানি লন্ডারিংয়ের অভিযোগ আনা হয়েছে। এর আগে আদালত প্রদীপের অবৈধ সম্পদ ক্রোকেরও আদেশ দেন।
এমএ/এএস
