চবিতে যৌন হেনস্তার ঘটনায় ৫ জন রিমান্ডে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক ছাত্রীকে যৌন হেনস্তার ঘটনায় গ্রেপ্তার ৫ জনের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (২৬ জুলাই) চট্টগ্রামের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফারজানা ইয়াছমিনের আদালত তাদের রিমান্ড মঞ্জুর করেন।
বিষয়টি নিশ্চিত করে অ্যাডভোকেট সেলিম চৌধুরী বলেন, পুলিশ তাদের জিজ্ঞাসাবাদে ৭ দিন করে রিমান্ড আবেদন করেছিল। আদালত শুনানি শেষে তাদের ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।
শুনানিতে অংশ নেন জেলা পিপি অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, অ্যাডভোকেট আজহারুল হক, অ্যাডভোকেট সেলিম চৌধুরী ও অ্যাডভোকেট সানজিদ আকবর।
রিমান্ডে নেওয়া ৫ জন হলেন- চবির ইতিহাস বিভাগের ২য় বর্ষের ছাত্র মো. আজিম, নৃবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মো. নুরুল আবছার। হাটহাজারী সরকারি কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র মো. নুর হোসেন শাওন ও একই বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মো. মাসুদ রানা এবং সাইফুল ইসলাম।
এদিকে যৌন হেনস্তায় জড়িত চবির দুই শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে চবি কর্তৃপক্ষ।
অন্যদিকে হাটহাজারী সরকারি কলেজের দুই শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। সোমবার (২৫ জুলাই) রাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আতাউর রহমান এ তথ্য জানান।
এসজি/
