রনির বাড়ি উচ্ছেদ বন্ধে করা রিট খারিজ

পটুয়াখালী-৩ (গলাচিপা ও দশমিনা) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) গোলাম মাওলা রনির বাড়ি উচ্ছেদ বন্ধে করা রিট আবেদনটি খারিজ করেছেন হাইকোর্ট। রিটের পক্ষে শুনানি করা আইনজীবী মো. এমদাদুল হক কাজী এই তথ্য জানিয়েছেন।
রবিবার (২৪ জুলাই) বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. আক্তারুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালতের আদেশের পর আইনজীবী জানান, ১৯৬০ সাল থেকে গোলাম মাওলা রনির বাবা বাড়িটিতে বসবাস করে আসছিলেন। ১৯৭০ সালের বন্যায় বাড়ির জায়গা ক্রয় সংক্রান্ত সব কাগজপত্র ভেসে যায়। এ বিষয়ে আমরা গত ২৩ জুন রিট আবেদন করেছিলাম। রিটে রুল জারির পাশাপাশি স্থগিতাদেশ চেয়েছিলাম। তবে আজ ওই রিটটি শুনানি নিয়ে খারিজ করেছেন আদালত। হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে আপিল করা হবে বলেও জানান আইনজীবী।
উল্লেখ্য, সরকারি জমিতে অবৈধভাবে ভবন নির্মাণ করায় গত মঙ্গলবার পটুয়াখালী জেলা প্রশাসন অভিযান চালিয়ে বাড়িটি ভেঙে দেয়।
সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি উলানিয়া বন্দরে চান্দি ভিটার জমি এক বছর মেয়াদে বন্দোবস্ত নিয়ে অবৈধভাবে পাকা স্থাপনাসহ দোতলা ভবন নির্মাণ করে বসবাস করে আসছেন। সরকারি জমি থেকে সাবেক এই সংসদ সদস্যের স্থাপনা সরিয়ে নিতে একাধিকবার নোটিশ দেওয়া হলেও তিনি কোনো পদক্ষেপ নেননি। পরে গত মঙ্গলবার সকালে জেলা প্রশাসন এ অভিযান চালায়।
এমএ/
