ট্রেনের টিকিট কেন কালোবাজারি হবে: হাইকোর্ট

রেলওয়ে কর্তৃপক্ষের অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন হাইকোর্ট। ট্রেনের টিকিট কালোবাজারি ও ট্রেনের ছাদে যাত্রী উঠার প্রসঙ্গ টেনে রেলওয়ে কর্তৃপক্ষকে সঠিকভাবে দায়িত্ব পালনের নির্দেশও দেন।
রেলওয়ে কর্তৃপক্ষের উদ্দেশে হাইকোর্ট বলেন, রেল আমাদের জাতীয় সম্পদ। সেই সম্পদ রক্ষা করার দায়িত্ব আপনাদের দেওয়া হয়েছে। কিন্তু আপনারা সঠিকভাবে দায়িত্ব পালন করছেন না। মানুষ জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে ওঠে। ট্রেন থেকে পড়ে তো দুর্ঘটনাও হতে পারে। আর আপনারা নিশ্চিন্তে ঘুমান। এটা হতে পারে না। আপনারা সঠিকভাবে দায়িত্ব পালন করুন।
বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বৃহস্পতিবার (২১ জুলাই) এসব কথা বলেন।
আদালত বলেন, রেলে এত অব্যবস্থাপনা কেন থাকবে? কেন টিকিট কালোবাজারি হবে? কেন মানুষ ট্রেনের ছাদে যাবে? আপনারা কি রেলকে গ্রাস করতে চাইছেন? এ অবস্থা চলতে পারে না।
সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন রনি রেলওয়ের অব্যবস্থাপনার প্রতিবাদে অবস্থান কর্মসূচি ও গণস্বাক্ষর সংগ্রহ করেন। বিষয়টি হাইকোর্টের নজরে আনলে তার অবস্থান কর্মসূচির বিষয়ে খোঁজ নিতে বলেন হাইকোর্ট।
এর আগে বুধবার (২০ জুলাই) হাইকোর্ট বলেছিলেন, আমরা পত্রিকায় দেখলাম একটি ছেলে আন্দোলন করছেন। ছেলেটি যে আবেদন করেছেন সেটা নাকি সচিব গ্রহণ করেছেন। কিন্তু আন্দোলনরত শিক্ষার্থী বলেছেন, প্রধানমন্ত্রীকে এ বিষয়ে দৃষ্টি দেওয়া দরকার। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ কথা বলেন।
পরে আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খুরশিদ আলম খান ও রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিককে তার আন্দোলনের বিষয়ে খোঁজ-খবর নিতে বলেন।
এমএ/এসএন
