বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান হলেন সৈয়দ রেজাউর রহমান

সারাদেশের আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান হয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ রেজাউর রহমান।
কাউন্সিলের সদ্য নির্বাচিত সদস্যদের মধ্য থেকে সৈয়দ রেজাউর রহমানকে কাউন্সিলের ভাইস চেয়ারম্যান, মোকলেছুর রহমান বাদলকে নির্বাহী কমিটির চেয়ারম্যান, রবিউল আলম বুদুকে আর্থিক কমিটির চেয়ারম্যান, সাঈদ আহমেদ রাজাকে ভিজিলেন্স কমিটির চেয়ারম্যান করা হয়েছে।
বুধবার (২০ জুলাই) এ বিষয় এক বৈঠক অনুষ্ঠিত। বৈঠকে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
উল্লেখ্য. গত ২৫ মে কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচনে আওয়ামী সমর্থিত আইনজীবীরা সংখ্যাগরিষ্ঠতা পান। নির্বাচনে ১৪টি পদের মধ্যে ১০টিতে জয় পেয়েছে আওয়ামী সমর্থিত আইনজীবীরা। আর বিএনপিপন্থী আইনজীবীরা জিতেছে চারটিতে।
এমএ/এমএমএ/
