সাম্প্রদায়িক হামলা: নড়াইলের ঘটনার তদন্ত চেয়ে হাইকোর্টে আবেদন

ধর্ম অবমাননার অভিযোগ তুলে সম্প্রতি নড়াইলের হিন্দু সম্প্রদায়ের মানুষজনের বাড়ি, দোকান ও মন্দিরে হামলা ও অগ্নিসংযোগের ঘটনার তদন্ত চেয়ে হাইকোর্টে একটি আবেদন করা হয়েছে। আবেদনে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও চাওয়া হয়েছে।
সম্প্রতি নড়াইলে কলেজ শিক্ষক স্বপন কুমার বিশ্বাসের গলায় জুতার মালা পরানোর ঘটনার বিচার বিভাগীয় তদন্তের রিটে সোমবার (১৮ জুলাই) সম্পূরক এই আবেদন করা হয়। আইন ও সালিশ কেন্দ্রের পক্ষে এই আবেদন করা হয়। বেসরকারি সংস্থাটির পক্ষে আইনজীবী মো. শাহিনুজ্জামান এ আবেদন করেন।
দুই আবেদনের উপর বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে একসঙ্গে শুনানি হতে পারে।
গত ৩০ জুন ধর্ম অবমাননার অভিযোগ তুলে নড়াইলের কলেজ শিক্ষক স্বপন কুমার বিশ্বাসের গলায় জুতার মালা পরানোর ঘটনার বিচার বিভাগীয় তদন্ত চেয়ে রিট দায়ের করা হয়। আইন ও সালিশ কেন্দ্রের পক্ষে আইনজীবী পূর্ণিমা জাহান এ রিট দায়ের করেন।
এমএ/আরএ/
