সাহেদের মামলায় পরবর্তী সাক্ষ্য ২২ আগস্ট

রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদের বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২২ আগস্ট দিন ধার্য করেছে আদালত। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা এই মামলায় সাক্ষ্যগ্রহণ চলছে তার বিরুদ্ধে।
মামলার সাক্ষী দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক আহমেদ পাটোয়ারীর জেরার জন্য দিন ধার্য ছিল রবিবার (১৭ জুলাই)। তবে জেরা সম্পন্ন না হওয়ায় ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক নজরুল ইসলাম পরবর্তী জেরা ও সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২২ আগস্ট দিন ধার্য করেন।
গত ১৯ মে মামলার সাক্ষী ও কমিশনের উপ-পরিচালক আহমেদ পাটোয়ারীর জবানবন্দি গ্রহণ করে আদালত। গত ১৭ এপ্রিল এ মামলা থেকে আসামি সাহেদের অব্যাহতির আবেদন খারিজ করে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত। একই সঙ্গে এ মামলার সাক্ষ্যগ্রহণের জন্য ১৯ মে দিন ধার্য করে আদালত।
উল্লেখ্য ২০২০ সালের ৫ নভেম্বর নির্ধারিত ২১ কার্যদিবসের মধ্যে সম্পদের হিসাব জমা দিতে সাহেদকে নোটিশ দিয়েছিল কমিশন। তবে নির্ধারিত সময়ে জমা না দেওয়ায় সাহেদকে আরও ১৫ কার্যদিবস সময় দেওয়া হয়।
এরপরও সম্পদ বিবরণী জমা না দেওয়ায় অনুসন্ধানের পর সাহেদের বিরুদ্ধে মামলা করে কমিশন। তদন্ত শেষে গত ২ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক।
এমএ/এএস
