বাংলালিংককে অতিরিক্ত আইজিপির আইনি নোটিশ
পিআরএলে থাকা অতিরিক্ত আইজিপি ড. নাজিবুর রহমান মোবাইল ফোন অপারেটর বাংলালিংককে একটি আইনি নোটিশ পাঠিয়েছেন।
রবিবার (১৭ জুলাই) কোনো কারণ ছাড়াই মোবাইল সিম ব্লক করে দেওয়ার অভিযোগে এই নোটিশ পাঠানো হয়।
ডাক ও টেলিযোগাযোগ সচিব, স্বরাষ্ট্রসচিব, বিটিআরসির চেয়ারম্যান এবং বাংলালিংকের সিও ও ম্যানেজিং ডিরেক্টরকে এ নোটিশ পাঠানো হয়েছে। নাজিবুর রহমান পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী আশরাফুল ইসলাম আশরাফ এ নোটিশ পাঠান।
এতে কোনো কারণ দর্শানো ছাড়া ৭ দিন কেন সিম ব্লক রাখা হলো, আগামী ২১ জুলাইয়ের মধ্যে তার ব্যাখ্যা জানতে চাওয়া হয়েছে। এই সময়ের মধ্যে ব্যাখ্যা না দিলে বাংলালিংকের বিরুদ্ধে হাইকোর্টে রিট করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
ঘটনার বিবরণ দিয়ে আইনজীবী বলেন, ‘ড. নাজিবুর রহমান একজন অত্যন্ত সৎ পুলিশ কর্মকর্তা। তিনি পুলিশের অতিরিক্ত আইজি।’
বাংলাদেশ পুলিশ স্টাফ কলেজের রেক্টর হিসেবে দায়িত্বপালন শেষে পিআরএলে গিয়েছেন।
গত ৮ জুলাই তার ব্যবহৃত বাংলালিংকের মোবাইল সিম কোনো কারণ ছাড়াই ব্লক করে দেওয়া হয়। তিনি বাংলালিংক ও বিটিআরসির সঙ্গে যোগাযোগ করেও সিম চালু করতে ব্যর্থ হন। পরে ১৪ জুলাই দুপুরে সিমটি সচল করা হয়।
কোনো কারণ ছাড়া যেকোনো ব্যক্তির মোবাইল সিম এক মুহূর্তের জন্যও বন্ধ রাখতে পারে না। আমার ক্লায়েন্টের সিম কোনো কারণ ছাড়া ৭ দিন বন্ধ রেখে তার মৌলিক নাগরিক অধিকার ক্ষুণ্ন করা হয়েছে। সিম বন্ধ থাকার কারণে তার ব্যক্তিগত ও অফিসিয়াল কাজে বিঘ্ন ঘটেছে। এ কারণে আমরা আইনি নোটিশ পাঠিয়েছি, বলেন আইনজীবী।
এমএ/এমএমএ/