অর্থপাচার: যমুনা ব্যাংকের শওকতের জামিন মেলেনি

যমুনা ব্যাংকের বগুড়া শাখার ব্রাঞ্চ ম্যানেজার শওকত আরমানকে জামিন দেননি হাইকোর্ট। অর্থপাচার মামলায় তার জামিন আবেদনে বৃহস্পতিবার (৭ জুলাই) বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
মামলাসূত্রে জানা যায়, ২০১৯ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত বগুড়া শহরের বড়গোলা শাখার ম্যানেজার শওকত আরমান ২৪ জন গ্রাহকের টাকা নিজ অ্যাকাউন্টে নিয়ে আত্মসাৎ করেছেন— এমন অভিযোগের তদন্ত শুরু করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তদন্তে প্রাথমিকভাবে জালিয়াতির বিষয়টি প্রমাণিত হয়। পরে তিনি বদলি হয়ে অন্যত্র চলে যান।
পরের বছর ২০২০ সালের জুলাই মাসে বগুড়ায় ব্যাংকে এলে সেখান থেকে তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে আত্মসাতের কথা স্বীকার করেন তিনি। পরে আরমানের বিরুদ্ধে দুদক সহকারী পরিচালক আমিনুল ইসলাম বাদী হয়ে অর্থ আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করেন। গ্রেপ্তার করা হয় তার তিন সহযোগীকেও।
এমএ/আরএ/
