নাহিদ হত্যা: ঢাকা কলেজের দুই শিক্ষার্থীর জামিন স্থগিত

গত ইদুল ফিতরের আগে রাজধানীর নিউমার্কেট এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ী-কর্মচারীদের সংঘর্ষের ঘটনায় নিহত হয় নাহিদ হাসান। ওই ঘটনায় করা হত্যা মামলায় ঢাকা কলেজের শিক্ষার্থী আব্দুল কাইয়ূমসহ দুজনকে জামিন দিয়েছিল হাইকোর্ট। জামিন পাওয়া অন্য শিক্ষার্থী হলেন সমাজবিজ্ঞান বিভাগের ইরফান।
হাইকোর্টের দেওয়া ওই জামিন আদেশ স্থগিত করেছে চেম্বার আদালত। আট সপ্তাহের জন্য এই স্থগিতাদেশ দেওয়া হয়েছে।
তাদের জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদন শুনানি নিয়ে চেম্বার আদালতের বিচারপতি কৃষ্ণা দেবনাথের মঙ্গলবার (৫ জুলাই) এ আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) মো. আমিনুল ইসলাম। আজ বুধবার (৬ জুলাই) এই আদেশ দেয় আদালত।
উল্লেখ্য গত ১৮ এপ্রিল দিনগত রাত ১২টার দিকে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ী ও কর্মচারীদের সংঘর্ষ শুরু হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও পরের দিন মঙ্গলবার সকাল ১০টার পর থেকে আবার সংঘর্ষ শুরু হয়ে চলে সন্ধ্যা পর্যন্ত।
এই সংঘর্ষে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় নাহিদ হাসান ও মুরসালিন মারা যান। পরে গত ২০ এপ্রিল নাহিদের বাবা মো. নাদিম হোসেন বাদী হয়ে নিউমার্কেট থানায় একটি হত্যা মামলা করেন। এ মামলায় তিনি অজ্ঞাত ব্যক্তিদের আসামি করেন।
এদিকে মোরসালিন নিহতের ঘটনায় ২১ এপ্রিল হত্যা মামলা করেন তার ভাই নূর মোহাম্মদ। তাছাড়া পুলিশের পক্ষ থেকে আরও দুটিসহ মোট চারটি মামলা হয়।
গত ১ মে রাজধানীর নিউমার্কেট এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ী-কর্মচারীদের সংঘর্ষে নাহিদ হাসান হত্যা মামলায় রিমান্ড শেষে ঢাকা কলেজের পাঁচ শিক্ষার্থীকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত।
শিক্ষার্থীরা হলেন ঢাকা কলেজের হিসাববিজ্ঞান বিভাগের আব্দুল কাইয়ূম, সমাজবিজ্ঞান বিভাগের পলাশ ও ইরফান, বাংলা বিভাগের ফয়সাল, ইসলামের ইতিহাস বিভাগের জুনায়েদ।
এমএ/এমএমএ/
