পথশিশুদের জন্ম নিবন্ধন বিষয়ে জানতে চেয়েছেন হাইকোর্ট

পথশিশুদের জন্ম নিবন্ধনে কী ব্যবস্থা আছে, তা জানতে চেয়েছে হাইকোর্ট। তা ছাড়া, দেশের ১৬ লাখ পথশিশুকে জন্ম নিবন্ধন সনদ দেওয়ার নির্দেশনা কেন দেওয়া হবে না, তা জানতে চেয়েও রুল জারি করেছেন আদালত।
বৃহস্পতিবার (৩০ জুন) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করে।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী তাপস কান্তি বল। তিনি স্পোর্টস ফর হোপ অ্যান্ড ইনডিপেনডেন্ট সংগঠনের পক্ষে গত সপ্তাহে এ রিট দায়ের করেন।
আইনজীবী বলেন, জন্ম নিবন্ধন সনদ না থাকার কারণে পথশিশুরা শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হতে পারে না। তা ছাড়া, জন্ম নিবন্ধন সনদ না থাকার কারণে শিশুরা অনেক নাগরিক সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছে। এর প্রতিকার চেয়ে রিট দায়ের করেছি হাইকোর্টে।
এমএ/এমএমএ/
