মানবতাবিরোধী অপরাধ
শফিউদ্দিনের মৃত্যুদণ্ড, ৩ জনের আমৃত্যু কারাদণ্ড

মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের দায়ে হবিগঞ্জের লাখাইয়ের পলাতক শফি উদ্দিনের মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই মামলায় আরেক পলাতক আসামি সাব্বির আহমেদকে খালাস দিয়েছেন ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার (৩০ জুন) এই রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল।
ট্রাইব্যুনালের প্রসিকিউশন সূত্রে জানা গেছে, এর আগেও এক আসামিকে খালাস দিয়েছিলেন ট্রাইব্যুনাল। তবে পলাতক কোনো আসামি এই প্রথম খালাস পেলেন ট্রাইব্যুনালে।
বৃহস্পতিবার রায় ঘোষণা করা মামলার পাঁচ আসামির মধ্যে গ্রেপ্তার বাকি তিন আসামি হলেন- মো. তাজুল ইসলাম ওরফে ফোরকান, মো. জাহেদ মিয়া ও ছালেক মিয়া। তাদের আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। এ তিনজনের উপস্থিতিতে রায় ঘোষণা করা হয়েছ।
চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন বিচারপতির ট্রাইব্যুনাল বৃহস্পতিবার এই রায় দেন। রায় ঘোষণার সময় ট্রাইব্যুনালে ভুক্তভোগী পরিবারের সদস্য ও আসামির আত্মীয়স্বজনরাও উপস্থিত ছিলেন।
রায় ঘোষণার পর ট্রাইব্যুনাল থেকে বের হয়ে প্রসিকিউটর সুলতান মাহমুদ সিমন বলেন, আসামিদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় লাখাইয়ে হত্যা, নির্যাতন, অপহরণ, অগ্নিসংযোগ, লুণ্ঠনসহ মানবতাবিরোধী অপরাধ সংঘটনের দায়ে চার আসামিকে দণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।
এমএ/এসএন
