পদ্মা সেতু: সুধী সমাবেশে আমন্ত্রিত সব বিচারপতি

দেশের সক্ষমতার জানান দেওয়া পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানের সুধী সমাবেশে প্রধান বিচারপতিসহ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের (আপিল ও হাইকোর্ট) সব বিচারপতিকে আমন্ত্রণ জানানো হয়েছে। সুপ্রিম কোর্টের মুখপাত্র মুহাম্মদ সাইফুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
বৃহস্পতিবার (২৩ জুন) সকালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ সাইফুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বিচারপতিসহ আপিল ও হাইকোর্ট বিভাগের সব বিচারপতিকে সেতু কর্তৃপক্ষ আমন্ত্রণপত্র পাঠিয়েছে।
অনুষ্ঠানে তারা কীভাবে যাবেন বৃহস্পতিবার এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
উল্লেখ্য আগামী শনিবার (২৫ জুন) দেশের সর্ব বৃহৎ প্রকল্প পদ্মা সেতুর উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সর্ববৃহৎ এ সেতু উদ্বোধন করবেন। সেতু উদ্বোধন উপলক্ষে মুন্সিগঞ্জের মাওয়া-জাজিরা প্রান্তে উদ্বোধনী অনুষ্ঠান ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হবে।
এমএ/এসএন
