মানবতা বিরোধী অপরাধ: জামিন পেলেন খুলনার শেখ রহিম

মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় খুলনার শেখ আব্দুর রহিমকে (৭৩) শর্ত সাপেক্ষে জামিন দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শর্তানুসারে মামলার নির্ধারিত শুনানির দিনে আসামিকে নিয়ে তার ছেলেকে ট্রাইব্যুনালে হাজির হতে হবে।
ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন বিচারপতির আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই জামিন দেয়। ট্রাইব্যুনালের অপর বিচারকরা হলেন, বিচারপতি আবু আহমে জমাদার ও বিচারপতি মো. হাফিজুল আলম।
মামলায় আসামির পক্ষে শুনানি করেন আইনজীবী আব্দুস সাত্তার পালোয়ান। আর রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী ও শেখ মুশফেক কবির।
২০১৭ সালের এপ্রিলে আব্দুর রহিম গ্রেফতার হন। এরপর ২০১৮ সালে তিনি কারাগারে থাকাকালীন স্ট্রোক করেন। এখন তিনি কারও সাহায্য ছাড়া চলতে পারেন না। এজন্য আদালত তাকে জামিন দিয়েছে। জামিনে থাকাকালীন তাকে নিজ বাড়িতেই থাকতে হবে। এ সময় তিনি কোনো সাক্ষীর সঙ্গে যোগাযোগ করতে পারবেন না।
এমএ/এএস
