জামিন পেলেন সম্রাট, এখনি মুক্তি নয়

যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের বিরুদ্ধে হওয়া দুটি মামলায় তার জামিন মঞ্জুর করেছেন আদালত। তবে আদালতে তার বিরুদ্ধে আরও মামলা থাকায় এখনি মুক্তি মিলছে না সম্রাটের।
অর্থপাচার ও অস্ত্র মামলায় হওয়া দুই মামলায় রবিবার (১০ এপ্রিল) সম্রাটের জামিন মঞ্জুর করেন আদালত। অস্ত্র মামলায় ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ ও অর্থপাচার মামলায় ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন এ জামিন মঞ্জুর করেন।
তবে সম্রাটের আইনজীবী এহসানুল হক সমাজী জানিয়েছেন, মাদক ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সম্রাট গ্রেফতার থাকায় এখনি তিনি মুক্তি পাচ্ছেন না।
২০২০ সালের ১৩ সেপ্টেম্বর রাজধানীর রমনা থানায় অর্থপাচারের মামলাটি করে সিআইডি। কাকরাইলের বাসায় অবস্থান করে অবৈধ কর্মকাণ্ডের মাধ্যমে অর্জিত ১৯৫ কোটি টাকা সহযোগী এনামুল হক আরমানের (৫৬) সহায়তায় সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় পাচার করার অভিযোগে মামলাটি করা হয়। এ মামলাটি তদন্তধীন।
২০১৯ সালের ৭ অক্টোবর র্যাব-১ এর ডিএডি আব্দুল খালেক বাদী হয়ে রমনা থানায় অস্ত্র আইনে একটি মামলা করেন। ২০২০ সালের ৬ নভেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অস্ত্র মামলার অভিযোগপত্র (চার্জশিট) জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক শেখর চন্দ্র মল্লিক। ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ ফায়সাল আতিক বিন কাদেরের আদালতে বিচারাধীন।
এমএ/এসএ/
