অর্থপাচার মামলায় ডিআইজি মিজানকে খালাসের নথি তলব

পুলিশের বরখাস্ত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানকে অর্থপাচার মামলায় খালাস দিয়েছিল বিচারিক আদালত।
খালাসের ওই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের ওই আপিল শুনানির জন্য গ্রহণ করেছে হাইকোর্ট। এ সংক্রান্ত আদেশে তাকে খালাস দেওয়া ওই মামলার নথি তলব করেছে আদালত।
বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রবিবার (১০ এপ্রিল) এই আদেশ দেয়। দুদকের আইনজীবী খুরশিদ আলম খান এই তথ্য নিশ্চিত করছেন।
এর আগে গত ৪ এপ্রিল দুদকের মামলায় সাজাপ্রাপ্ত মিজানুর রহমান বিচারিক আদালতের দেওয়া তিন বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে হাইকোর্টে আপিল আবেদন করেন।
গত ২৩ ফেব্রুয়ারি অবৈধভাবে তথ্যপাচার ও ঘুস লেনদেনের অভিযোগে ডিআইজি মিজানের তিন বছর ও দুদকের তৎকালীন পরিচালক খন্দকার এনামুল বাছিরের আট বছরের কারাদণ্ডের রায় দেন ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম।
মিজানের রায়ে বিচারক বলেন, ডিআইজি মিজানের বিরুদ্ধে দণ্ডবিধি ১৬৫(এ) ও ১০৯ ধারায় অভিযোগ প্রামাণিত হয়েছে। দুই ধারার অপরাধ একই ধরনের হওয়ায় তাকে একটি ধারায় অর্থাৎ ১৬৫(এ) ধারায় তিন বছরের কারাদণ্ড দেওয়া হলো।
এমএ/কেএফ/
