জোবায়দা রহমানের বিরুদ্ধে মামলা চলবে কি না জানা যাবে বুধবার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলা চলবে কি না তা জানা যাবে ১৩ এপ্রিল।
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে আপিল বেঞ্চ রায়ের জন্য এ দিন ধার্য করে বৃহস্পতিবার (৭ এপ্রিল) আদেশ দেন।
এর আগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা ওই মামলা বাতিল চেয়ে জোবায়দা রহমান আবেদন করলে তা খারিজ করেছিলেন আদালত। ওই খারিজ আদেশের বিরুদ্ধে আপিল করেছিলেন জোবায়দা রহমান। আপিল আবেদনটির ওপর শুনানি সম্পন্ন হয়েছে। এ বিষয়ে আগামী বুধবার (১৩ এপ্রিল) রায় দেবেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
আদালতে জোবায়দার পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। আর দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশিদ আলম খান।
মামলাসূত্রে জানা যায়, দুর্নীতি দমন কমিশন (দুদক) সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভুত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জোবায়দা রহমান ও তার মা সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে কাফরুল থানায় মামলা করে। পরের বছর তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। অভিযোগপত্র দাখিলের পর মামলা বাতিল চেয়ে জোবায়দা রহমান হাইকোর্টে আবেদন করেন। চূড়ান্ত শুনানি শেষে ২০১৭ সালের ১২ এপ্রিল হাইকোর্ট জোবায়দার আবেদন খারিজ (রুল ডিসচার্জ) করেন। ওই রায়ে আট সপ্তাহের মধ্যে জোবায়দা রহমানকে বিচারিক আদালতে উপস্থিত হতে নির্দেশ দেওয়া হয়। এ রায়ের বিরুদ্ধে আপিল করেন জোবায়দা রহমান।
এমএ/এসএন
