ধর্ষণ: আইনজীবীর মামলায় জামিন পেলেন সাবেক সম্পাদক

ধর্ষণের অভিযোগে এক নারী আইনজীবীর করা মামলায় জামিন পেয়েছেন সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক মোমতাজ উদ্দিন আহমেদ মেহেদী।
বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আগাম জামিনের এই আদেশ দেন।
সোমবার (২৮ মার্চ) এ বিষয়ে এক আবেদনের শুনানি নিয়ে ছয় সপ্তাহের জন্য তাকে আগাম জামিন দিয়েছে উচ্চ আদালত।
মোমতাজ উদ্দিন আহমেদের বিরুদ্ধে আপসের কথা বলে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে মামলাটি দায়ের করেন তার এক কনিষ্ঠ আইনজীবী।
ওই ঘটনায় সোমবার (২৮ মার্চ) সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আগাম জামিনের এ আবেদন করেন মেহেদী। পরে আবেদনটি হাইকোর্টের একটি বেঞ্চে উপস্থাপন করা হয়।
এ সময় মেহেদী নিজেই আবেদনটি আদালতে উত্থাপন করেন এবং জামিন প্রার্থনা করেন।
এমএ/এমএমএ/
