প্রাথমিক শিক্ষক বদলির প্রক্রিয়া চালু করতে আইনি নোটিশ

শূন্যপদের বিপরীতে এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষকদের বদলির প্রক্রিয়া চালুর জন্য একটি আইনি (লিগ্যাল) নোটিশ পাঠানো হয়েছে।
নোটিশে শিক্ষাসচিব, শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ (ডিজি) ৭৫ জনকে বিবাদী করা হয়েছে।
আজ সোমবার (২৮ মার্চ) সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ সিদ্দিক উল্লাহ মিয়া এ নোটিশ পাঠিয়েছেন। বদলির দাবিতে এক শিক্ষকের পক্ষে এ নোটিশ পাঠান আইনজীবী।
নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে এ বিষয়ে পদক্ষেপ না নিলে হাইকোর্টে রিট আবেদন করা হবে বলেও জানান তিনি।
আইনজীবী জানান, প্রাথমিক বিদ্যালয়ের দেশের বিভিন্ন এলাকার কয়েক লাখ শিক্ষক বদলির অপেক্ষায় আছেন। আর জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত শিক্ষক বদলির সময়। তাই বদলি প্রক্রিয়া চালুর জন্য লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
এমএ/এসএন
