অধস্তন আদালতের মামলার বিস্তারিত চেয়েছেন সুপ্রিম কোর্ট
দেশের অধস্তন সব আদালতের মামলার বিস্তারিত হিসাব চেয়েছেন সুপ্রিম কোর্ট। এতে বিচারাধীন দেওয়ানি, ফৌজদারি, ট্রাইব্যুনালে বিচারাধীন ও তদন্তাধীন মামলার প্রতিবেদন চাওয়া হয়েছে। সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে এসব ভিন্ন ভিন্ন তথ্য জানতে চেয়েছেন সুপ্রিম কোর্ট।
প্রধান বিচারপতির এ নির্দেশনায় সুপ্রিম কোর্ট প্রশাসনের জারি করা এই বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের প্রতিটি অধস্তন দেওয়ানি ও ফৌজদারি আদালতে এবং ট্রাইব্যুনালে বিচারাধীন মোকদ্দমার প্রকৃত সংখ্যা সরেজমিনে মোকদ্দমার নথি গণণা করে ছক অনুযায়ী ৩১ মার্চের মধ্যে সংশ্লিষ্ট বিভাগের মনিটরিং কমিটির সাচিবিক সহায়তা প্রদানকারী কর্মকর্তাকে হার্ড কপি এবং ই-মেইলে সফট কপি পাঠানোর জন্য নির্দেশ দেওয়া হলো।
তা ছাড়া পুলিশ বা অন্য কোনো তদন্তকারী সংস্থার কাছে তদন্তাধীন মামলার প্রকৃত সংখ্যা পৃথকভাবে নির্ধারণ করে পাঠাতে বলা হয়েছে।
প্রসঙ্গত, গত ২৭ জানুয়ারি অধস্তন আদালতের মনিটরিংয়ের জন্য আট বিভাগে হাইকোর্ট বিভাগের আটজন বিচারপতিকে মনিটরিংয়ের দায়িত্ব দেওয়া হয়। একইসঙ্গে সাচিবিক সহায়তার জন্য বিচার বিভাগীয় আট কর্মকর্তাকেও দায়িত্ব দেওয়া হয়।
‘মনিটরিং কমিটি ফর সাবঅর্ডিনেট কোর্টস’ শীর্ষক শিরোনামের কমিটি করে ঢাকা বিভাগের দায়িত্বে বিচারপতি মোস্তফা জামান ইসলাম, খুলনা বিভাগে বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন, বরিশাল বিভাগে বিচারপতি জাফর আহমেদ, চট্টগ্রাম বিভাগে বিচারপতি মো.কামরুল হোসেন মোল্লা, সিলেট বিভাগে বিচারপতি এস এম কুদ্দুস জামান, রংপুর বিভাগে বিচারপতি শাহেদ নূরউদ্দিন, ময়মনসিংহ বিভাগে বিচারপতি মো. জাকির হোসেন এবং রাজশাহী বিভাগে বিচারপতি মো.আখতারুজ্জামানকে দায়িত্ব দিয়েছেন প্রধান বিচারপতি।
এমএ/এসএ/