ডিএফডি অডিটর পদের পরীক্ষা কেন বাতিল নয়: হাইকোর্ট
ডিফেন্স ফাইন্যান্স ডিপার্টমেন্টের (ডিএফডি) অডিটর পদে নিয়োগের মৌখিক পরীক্ষা কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। চার সপ্তাহের মধ্যে প্রতিরক্ষা সচিব, প্রতিরক্ষা মহাহিসাব নিয়ন্ত্রক ও নিরীক্ষকসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
এক রিট আবেদনের শুনানি নিয়ে রবিবার (১৩ মার্চ) বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী নাসির উদ্দিন খান।
আইনজীবী নাসির উদ্দিন খান জানান, বাংলাদেশের ডিফেন্স ফাইন্যান্স ডিপার্টমেন্টের (ডিএফডি) কার্যালয়ের অডিটর পদের (গ্রেড-১১) ৩৮৪টি শূন্যপদে নিয়োগ দেওয়া হবে বলে গত বছরে ৫ অক্টোবর জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী গত ২১ জানুয়ারি লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর ২৩ জানুয়ারি লিখিত পরীক্ষার ফল প্রকাশ হয়। কিন্তু এর মধ্যে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে বলে খবর প্রকাশ হয়।
তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দুটি মামলা হয়েছে। এর মধ্যে ২৪ জানুয়ারি রাজধানীর কাফরুল থানায় একটি এবং অন্য মামলাটি হয়েছে রমনা থানায়। তারপরও পরীক্ষার রেজাল্ট দেওয়া হয়েছে। যেখানে এক হাজার ২০৭ জন উত্তীর্ণ হয়েছেন। এখন তাদের মৌখিক পরীক্ষা চলছে। আগামী ৩০ মার্চ পর্যন্ত মৌখিক পরীক্ষা চলবে।
তিনি বলেন, এর মধ্যে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবেদন যুক্ত করে ৫ প্রার্থীর পক্ষে হাইকোর্টে রিট আবেদন করা হয়। রিটে পরীক্ষার কার্যক্রম স্থগিত চাওয়া হয়েছে। ওই রিটের শুনানি নিয়ে সংশ্লিষ্টদের প্রতি এই রুল জারি করেছেন আদালত।
এমএ/এএস