ককটেল বিস্ফোরণ: বিএনপির চার নেতার কারাদণ্ড

পুলিশকে হত্যার উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণের অভিযোগে করা মামলায় বিএনপির চার নেতার বিরুদ্ধে কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৩১ জনকে খালাস দেয়া হয়েছে।
ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হক মঙ্গলবার (৮ মার্চ) এই রায় ঘোষণা করেন।
রায়ে ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর মোল্লাসহ চারজনের বিরুদ্ধে দুই বছরের কারাদণ্ড ঘোষণা করা হয়েছে। কারাদণ্ডপ্রাপ্ত অন্য তিন আসামি হলেন ইসমাইল, আবু বক্কর সিদ্দিক ও বাচ্চু।
দণ্ডপ্রাপ্তরা রায় ঘোষণার সময় পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
মামলায় অভিযোগ করা হয়, ২০১৩ সালের ২৮ অক্টোবর বিএনপির ডাকা হরতাল অবরোধ চলাকালে রাজধানীর বাড্ডা এলাকায় পুলিশকে হত্যার উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণ ও পুলিশের কর্তব্য কাজে বাধা দেয় আসামিরা। এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে বাড্ডা থানায় মামলা করে পুলিশ। এরপর তদন্ত শেষে ৩৫ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়।
এমএ/এএস
