মেডিক্যালে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নেওয়া প্রশ্নে রুল

মেডিক্যাল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা (২০২১-২২ শিক্ষাবর্ষের) সংক্ষিপ্ত সিলেবাসে নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সংশ্লিষ্ট এক আবেদনের পরিপ্রেক্ষিতে রুলসহ এই আদেশ দেন আদালত।
বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
মঙ্গলবার (৮ মার্চ) দেওয়া এই আদেশে মেডিক্যাল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে আয়োজন করার জন্যে করা আবেদন তিন দিনের মধ্যে নিষ্পত্তি করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন আদালত।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী বিভূতি তরফদার। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার ও সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আজাদ।
এমএ/আরএ/
