সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪ | ১৫ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলা চালানো উচিত: ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলা চালানো উচিত। খবর এনডিটিভির।

শুক্রবার নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে এক নির্বাচনী প্রচারে ট্রাম্প বলেন, ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইসরায়েলের উচিত আগে ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালানো।

এর আগে প্রেসিডেন্ট জো বাইডেন সাংবাদিকদের বলেছেন, ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের প্রতিশোধমূলক হামলা সমর্থন করেন না তিনি। এর বদলে ইহুদি রাষ্ট্রটির বিরুদ্ধে ইসলামিক প্রজাতন্ত্রটির ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়া জানানোর জন্য একটি বিস্তৃত আন্তর্জাতিক ঐকমত্য গড়ে তোলার পক্ষে তিনি।

জো বাইডেনকে ইঙ্গিত করে ট্রাম্প বলেন, সাংবাদিকরা তাকে (বাইডেন) প্রশ্ন করেছিল, ইরান সম্পর্কে আপনার কী ধারণা, আপনি কি ইরানে আক্রমণ করবেন ? আর তিনি বলেন, না, যতক্ষণ পর্যন্ত ইসরায়েলের পারমাণবিক স্থাপনায় ইরান হামলা না চালাচ্ছে ততক্ষণ হামলা চালানো হবে না। এর মানে বাইডেন হামলা চালাতে চান, তাই তো? যখন সাংবাদিকরা তাকে এ প্রশ্ন করেছিল, তখন উত্তরটা হওয়া উচিত ছিল, আগে ইরানের পারমাণবিক স্থাপনায় আঘাত করা হবে, বাকি বিষয়ে পরে ভাবলেও চলবে।

ইসরায়েলের দিকে প্রায় ২০০ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। জবাবে বুধবার ইরানের পরমাণু স্থাপনায় এ ধরনের হামলার বিরোধিতা করেন বাইডেন।

তবে মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধি নিয়ে খুব কমই কথা বলেছেন ট্রাম্প। কিন্তু তিনি এক বিবৃতিতে বর্তমানে মধ্যপ্রাচ্যের এই সংকটের জন্য বাইডেন এবং হ্যারিসকে দায়ী করেছেন।

Header Ad
Header Ad

মাহমুদউল্লাহ-ফাহিমের ঝড়ে দুর্বার রাজশাহীকে হারাল ফরচুন বরিশাল

ছবি: সংগৃহীত

বড় লক্ষ্য তাড়া করতে নেমে যখন ৫১ রানে ৪ উইকেট হারিয়ে চাপে ফরচুন বরিশাল, তখন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ এবং পাকিস্তানের ফাহিম আশরাফের ঝড়ো ব্যাটিংয়ে দুর্দান্ত জয় তুলে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। ১১ বল হাতে রেখে ৪ উইকেটের ব্যবধানে হারিয়েছে দুর্বার রাজশাহীকে।

সোমবার (৩০ ডিসেম্বর) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বরিশালের অধিনায়ক তামিম ইকবাল রাজশাহীকে ব্যাটিংয়ে পাঠান। রাজশাহীর হয়ে ইনিংসের শুরুতে এনামুল হক বিজয় ও ইয়াসির রাব্বি দুর্দান্ত ব্যাটিং করেন। বিজয় ৫১ বলে ৬৫ রান করেন, আর ইয়াসির রাব্বি ৪৭ বলে অপরাজিত ৯৪ রান করে দলের সংগ্রহ ৩ উইকেটে ১৯৭ রানে নিয়ে যান।

১৯৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বরিশালের শুরুর ব্যাটিং লাইন-আপ তাসকিন আহমেদের দাপটে ভেঙে পড়ে। তামিম ৭, কাইল মায়ার্স ৬, মুশফিকুর রহিম ১৩, আর নাজমুল হোসেন শান্ত শূন্য রানে আউট হন।

এরপর তাওহিদ হৃদয় ২৩ বলে ৩২ রান করে দলের হাল ধরার চেষ্টা করলেও ৬১ রানে পঞ্চম উইকেটের পতন ঘটে। শাহীন আফ্রিদি কিছুটা প্রতিরোধ গড়ে ১৭ বলে ২৭ রান করেন। কিন্তু ১১২ রানে তার বিদায়ের পর দলের দায়িত্ব নেন মাহমুদউল্লাহ।

শেষ ৫ ওভারে বরিশালের প্রয়োজন ছিল ৫৮ রান। ক্রিজে থাকা মাহমুদউল্লাহ এবং ফাহিম আশরাফ শুরু করেন আক্রমণাত্মক ব্যাটিং। দুজনেই অসাধারণ ফিফটি তুলে নেন। মাহমুদউল্লাহ ২৬ বলে ৫৬ এবং ফাহিম ২১ বলে ৫৪ রান করে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।

বরিশালের এই জয় ছিল বিশেষভাবে মাহমুদউল্লাহ-ফাহিমের ব্যাটিং নৈপুণ্যের প্রদর্শনী। তাদের গড় তাণ্ডবে শেষ পর্যন্ত ১১ বল আগেই লক্ষ্যে পৌঁছে যায় বরিশাল।

রাজশাহীর পক্ষে তাসকিন আহমেদ ছিলেন বোলিংয়ে সফল। তিনি ৩টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে বরিশালকে শুরুতে চাপে ফেলেছিলেন। তবে শেষ পর্যন্ত মাহমুদউল্লাহ ও ফাহিমের ধৈর্য এবং আগ্রাসী ব্যাটিং রাজশাহীর জয়ের স্বপ্ন ভেঙে দেয়।

এই জয় বরিশালের শিরোপা ধরে রাখার মিশনকে আরও শক্তিশালী করে তুলল।

Header Ad
Header Ad

ফেনীতে মসজিদের স্ক্রিনে ভেসে উঠলো ‘আ. লীগ আবার ফিরবে জয় বাংলা’

ছবি: সংগৃহীত

ফেনীর বড় জামে মসজিদের এলইডি স্ক্রিনে হঠাৎ করেই ভেসে উঠেছে “আওয়ামী লীগ আবার ফিরবে, জয় বাংলা”। সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে এ ঘটনায় মুসল্লি ও পথচারীদের মধ্যে হতচকিত প্রতিক্রিয়া দেখা দেয়। পরবর্তীতে পুলিশ একজনকে আটক করেছে।

দুপুর ২টার দিকে মসজিদের সামনে স্থাপিত বড় এলইডি স্ক্রিনে এই বার্তা ভেসে ওঠে। সাধারণত এই স্ক্রিনে নামাজের সময়সূচি ও ইসলামী বার্তা প্রদর্শিত হয়। তবে রাজনৈতিক স্লোগান ভেসে ওঠায় মুসল্লি ও পথচারীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। মুহূর্তেই সেখানে শতাধিক মানুষ জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।

ফেনী জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফেনীর সব এলইডি স্ক্রিন বন্ধ রাখার নির্দেশ দেন। বিকেল ৩টার পর মসজিদের স্ক্রিনটি বন্ধ করে দেওয়া হয়।

মসজিদের মুসল্লি আবুল হোসেন বলেন, “সাধারণত স্ক্রিনে নামাজের সময়সূচি ভেসে থাকে। তবে আজ ‘আওয়ামী লীগ আবার ফিরবে, জয় বাংলা’ লেখাটি দেখে আমরা হতবাক হয়েছি। এ ঘটনায় জড়িতদের বিচার দাবি করছি।”

মাহমুদুল হাসান নামের স্থানীয় এক ব্যবসায়ী অভিযোগ করেন, “পূর্বের মসজিদ কমিটির কিছু সদস্য ষড়যন্ত্রমূলকভাবে এমন ঘটনা ঘটিয়েছে। এটি ইচ্ছাকৃতভাবে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্যে করা হয়েছে।”

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা জানান, ঘটনার পর মসজিদের অপারেটর জমির হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করা হবে।

এর আগে, গত ১৪ ডিসেম্বর খুলনা রেলস্টেশনের ডিসপ্লেতে “ছাত্রলীগ ভয়ংকর রূপে ফিরবে” বার্তা দেখা গিয়েছিল। আরও আগে, ২৪ অক্টোবর ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনের ডিসপ্লেতে “আওয়ামী লীগ জিন্দাবাদ” লেখাটি প্রদর্শিত হয়।

এই ধরনের ঘটনা মসজিদ এবং জনসাধারণের আস্থার সঙ্গে সরাসরি সম্পৃক্ত। স্থানীয় জনগণ এবং মুসল্লিদের দাবি, দায়ীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।

Header Ad
Header Ad

আওয়ামী লীগ এক ফুঁৎকারেই উড়ে গেছে: ডা. শফিকুর রহমান  

ছবি: সংগৃহীত

ডামি সরকার হওয়ার কারণে আওয়ামী লীগ এক ফুঁৎকারেই উড়ে গেছে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

সোমবার (৩০ ডিসেম্বর) বিকালে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আয়োজনে সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন জামায়াতের আমির।

ডা শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে। আওয়ামী লীগের শাসনামলে হওয়া খুন, গুম, লুটপাটের বিচার করে পাচার হওয়া অর্থ ফেরত আনতে হবে।

প্রতিবেশী দেশ হিসেবে ভারতকে সীমা লঙ্ঘন না করারও আহ্বান জানিয়ে জামায়াতের আমির বলেন, ভারত যেন বাংলাদেশের অশান্তির কারণ না হয়। ১৯৭২ সাল থেকে জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সংগঠিত সকল অপরাধের তদন্ত সাপেক্ষে শ্বেতপত্র প্রকাশ করতে হবে। আওয়ামী লীগ সংখ্যালঘু সংখ্যাগুরু ধোঁয়া তুলে ফায়দা লুটে সংখ্যালঘুদের সর্বনাশ করে ইসলামপন্থীদের ওপর দায় চাপিয়েছে।

সমতার ভিত্তিতে সকল জেলার উন্নয়ন করতে হবে মন্তব্য করে তিনি বলেন, ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ, প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও পাবলিক বিশ্ববিদ্যালয় নেই। এটি বৈষম্য করা হয়েছে। আগামী একনেকে ঠাকুরগাঁওয়ের জন্য যেকোন একটি প্রকল্প বাস্তবায়নে গুরুত্ব দিতে হবে।

এসময় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম, শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার হোসেন, জেলা জামায়াতের সাবেক আমির মাওলানা আব্দুল হাকিম ও জেলা জামায়েতের আমির অধ্যাপক বেলাল উদ্দীন প্রধানসহ জেলা ও উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

মাহমুদউল্লাহ-ফাহিমের ঝড়ে দুর্বার রাজশাহীকে হারাল ফরচুন বরিশাল
ফেনীতে মসজিদের স্ক্রিনে ভেসে উঠলো ‘আ. লীগ আবার ফিরবে জয় বাংলা’
আওয়ামী লীগ এক ফুঁৎকারেই উড়ে গেছে: ডা. শফিকুর রহমান  
চার জেলায় নতুন পুলিশ সুপার পদায়ন
মিয়ানমার সীমান্ত আরাকান আর্মির নিয়ন্ত্রণে: স্বরাষ্ট্র উপদেষ্টা
অগ্নিকাণ্ডের পাঁচ দিন পর সচিবালয়ে সাংবাদিক প্রবেশ  
২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু
জুলাই গণ-অভ্যুত্থানের হত্যা মামলা-বাণিজ্য; পুলিশ থেকে ঘুষ নিচ্ছে পুলিশ
দুই জেলায় নতুন ডিসি নিয়োগ
খালি পেটে লবঙ্গ খেলে কী হয়? জানলে অবাক হবেন আপনিও
এমবিবিএস ভর্তি পরীক্ষায় প্রতি আসনে লড়বেন ২৫ জন
আমি নিজেই কুমিরের খালে লাফালাফি করি: পরীমণি
বিজয়-রাব্বির বিধ্বংসী ব্যাটিংয়ে দুইশ’র দোরগোড়ায় রাজশাহী
সচিবালয়ে নিরাপত্তার দায়িত্ব থেকে সরানো হলো ডিসি তানভীরকে
প্রেমের টানে ইউক্রেনের যুবক ব্রাহ্মণবাড়িয়ায়
রিজভীর বক্তব্য ঘিরে জামায়াত-বিএনপির পাল্টাপাল্টি বিবৃতি
রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে প্রধান উপদেষ্টার নির্দেশ
ভারত থেকে আরও ২০ হাজার মেট্রোরেলের টিকিট এসেছে  
টিকিট না পেয়ে মিরপুরে দর্শকদের বিক্ষোভ-ভাঙচুর, পুলিশের লাঠিচার্জ
মধ্যরাতে কমলাপুর রেল স্টেশনের মনিটরে অশ্লীল ভিডিও