দিন হবে রাতের মতো অন্ধকার, স্কুল বন্ধ ঘোষণা করল যুক্তরাষ্ট্র
ছবি: সংগৃহীত
পূর্ণগ্রাস সূর্যগ্রহণের কারণে যুক্তরাষ্ট্রের সব স্কুল বন্ধ ঘোষণা করেছে দেশটির কর্তৃপক্ষ। এদিন চাঁদ পূর্ণরূপে সূর্যকে ঢেকে ফেলবে।
সোমবার (৮ এপ্রিল) এই বিরল দৃশ্যের সাক্ষী হতে চলছে দেশটি। এদিন সব স্কুলের শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে।
তবে এই উত্তেজনার মাঝেই সাধারণ নাগরিকদের সতর্ক করেছে দেশটির কর্তৃপক্ষ। জানানো হয়েছে, এ সময় সরাসরি সূর্যের দিকে তাকালে স্থায়ীভাবে দৃষ্টিশক্তি ক্ষতিগ্রস্ত হতে পারে। এছাড়া ট্রাফিক ব্যবস্থাপনায় দেয়া হয়েছে বিশেষ নির্দেশনা।
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানায়, আগামী ৮ এপ্রিল স্থানীয় সময় সকাল ১১টা ৭ মিনিটে মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলে প্রথম সূর্যগ্রহণ দেখা যাবে। নাসার বিজ্ঞানীরা এই সূর্যগ্রহণকে বিশেষ বলে বর্ণনা করেছেন। কেননা ৫৪ বছর পর এমন সূর্যগ্রহণ হচ্ছে। এর আগে ১৯৭০ সালে এমন সূর্যগ্রহণ হয়েছিল। ২০৭৮ সালে হতে পারে আবারও।
আমেরিকার টেক্সাস, ওকলাহোমা, আরকানসাস, মিসৌরি, ইলিনয়, কেনটাকি, ইন্ডিয়ানা, ওহাইও, পেনসিলভানিয়া, নিউইয়র্ক, ভার্মন্ট, নিউ হ্যাম্পশায়ার এবং মেইন অঙ্গরাজ্য থেকে এই সূর্যগ্রহণ দেখা যাবে।