কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হচ্ছেন হিলারি
শিক্ষক হিসাবে জীবন শুরু করতে যাচ্ছেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী প্রখ্যাত মার্কিন রাজনীতিবিদ হিলারি ক্লিনটন। আগামী ১ ফেব্রুয়ারি তিনি কলম্বিয়া ইউনিভার্সিটিতে যোগদান করবেন।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, নিউইয়র্ক সিটির বেসরকারি গবেষণামূলক বিদ্যালয় কলম্বিয়া ইউনিভার্সিটির কলম্বিয়া স্কুল অব ইন্টারন্যাশনাল অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্সে একজন ‘প্রফেসর অব প্র্যাকটিস’ বা ‘অনুশীলনকারী অধ্যাপক’ হিসেবে আগামী মাস থেকে যোগ দেবেন হিলারি। তার নিয়োগ ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে।
তিনি অধ্যাপক হিসেবে কর্মকাল ছাড়াও প্রেসিডেনশিয়াল ফেলো হিসেবে স্কুলটির কলম্বিয়া ওয়ার্ল্ড প্রজেক্টসে কাজ করবেন। এই প্রকল্পের মাধ্যমে বিশ্বের বিভিন্ন স্থানের অতি দরিদ্র ও দরিদ্রদের জীবনমান উন্নয়নে তারা গবেষণা ও প্রকল্প সম্পাদন করে। সেখানে বিশেষজ্ঞ হিসেবে থাকবেন সাবেক মার্কিন ফার্স্ট লেডি। এছাড়াও তিনি জলবায়ু পরিবর্তন থেকে বৈশ্বিক বিষয়াদিতে বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে অবদান রাখবেন ও তাদের সাহায্য করবেন।
বৃহস্পতিবার হিলারি ক্লিনটন তার টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, তিনি কলম্বিয়া ইউনিভার্সিটির জ্ঞানী ও গুণীদের সমাজে যুক্ত হতে পেরে রোমাঞ্চিত ও উত্তেজনা বোধ করছেন।
এক দশকের বেশি মানুষের চোখের আড়ালে থাকার পর গত বছরের সেপ্টেম্বরে মেয়ে চেলসিয়াকে নিয়ে তিনি অ্যাপল টিভির ‘গাটসি’ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। বিভিন্ন বিষয়ে তার ব্যক্তিগত মতামত জানিয়েছেন।
ওএফএস/এএস