শুরু হলো রাশিয়া-ইউক্রেনের শান্তি আলোচনা
ছবি: বেলারুশ টেলিগ্রাফ এজেন্সি
পাঁচদিন যুদ্ধের পর বেলারুশ সীমান্তে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যকার শান্তি আলোচনা শুরু হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা মিখাইলো পোডোলিয়াক বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, কিয়েভের প্রতিনিধি দলে প্রতিরক্ষা মন্ত্রী আলেক্সি রেজনিকভ, ক্ষমতাসীন সার্ভেন্ট অফ দ্য পিপল গ্রুপের প্রধান ডেভিড আরাখামিয়া এবং উপ-পররাষ্ট্রমন্ত্রী নিকোলাই তোচিটস্কিসহ অন্যান্যরা আছেন।
ক্রেমলিনের প্রেস সেক্রেটারি দিমিত্রি পেসকভ বলছেন, ইউক্রেনের সঙ্গে আলোচনার আগে মস্কো নিজেদের অবস্থান ঘোষণা করেনি। কারণ আলোচনা নীরবে চলা উচিত।
এর আগে বেলারুশ জানায়, ইউক্রেন এবং রাশিয়ার প্রতিনিধিদের মধ্যে আলোচনা অনুষ্ঠানের জন্য তারা একটি স্থান প্রস্তুত করেছে।
দেশটির স্বৈরশাসক আলেকজান্ডার লুকাশেঙ্কো হামলায় যোগ দিতে সৈন্য পাঠাতে প্রস্তুত এমন খবর সত্ত্বেও ইউক্রেন-বেলারুশ সীমান্তের কাছে একটি স্থানে কূটনীতিকদের পাঠাতে সম্মত হয়েছে ইউক্রেন।
‘বেলারুশে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে আলোচনার স্থান প্রস্তুত করা হয়েছে, প্রতিনিধিদলের আগমন প্রত্যাশিত’, রাশিয়া ও ইউক্রেনের পতাকাসহ একটি টেবিলের ছবি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে প্রকাশ করেছে বেলারুশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আনাতোলি গ্লাজ বলেন, ‘প্রতিনিধিদলের সবাই আলোচনার স্থানে পৌঁছানোর সাথে সাথেই আলোচনা শুরু হবে।’
ইউক্রেন বৈঠকে কোনো ছাড় না দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রুশ সেনাদের চলে যেতে বলেছেন। তিনি আশা করেন না যে আলোচনা থেকে কোন ফলাফল আসবে।
জেলেনস্কি আরও বলেন, ‘সব সময়ের মতো আমি সত্যি বিশ্বাস করি না যে, এই বৈঠক থেকে কোনো ফলাফল আসবে; কিন্তু তারপরও তাদের চেষ্টা করতে দিতে হবে।’
আরএ/