মুক্ত তিন ইসরায়েলি নারীকে ‘উপহারের ব্যাগ’ দিয়েছে হামাস
ছবি: সংগৃহীত
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলি তিন নারী জিম্মিকে মুক্তি দিয়েছে। রবিবার গাজার আল-সায়রা স্কয়ারে তাদের রেডক্রসের হাতে তুলে দেন হামাসের যোদ্ধারা। মুক্তির পর জিম্মিদের গাজায় অবস্থানরত ইসরায়েলি সেনাদের কাছে হস্তান্তর করা হয়। এরপর তাদের ইসরায়েলে নিয়ে যাওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে ইসরায়েলি সেনাবাহিনী।
মুক্তির সময় হামাস তাদের উপহারের ব্যাগ তুলে দেয়। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, উপহারের ব্যাগে বন্দিদশায় তোলা ছবি, গাজার ছবি এবং একটি ‘প্রশংসাপত্র’ ছিল। একটি ভিডিওতে দেখা গেছে, উপহারের ব্যাগ হাতে নিয়ে তিন জিম্মি হাসছেন। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ও সমালোচনা চলছে।
মুক্তি পাওয়া তিন নারী হলেন ২৪ বছর বয়সী রোমি গোনেন, একজন নৃত্যশিল্পী; ৩১ বছর বয়সী দোরোন স্টেইনব্রিচার, পেশায় ভেটেরিনারি নার্স; এবং ২৮ বছর বয়সী এমিলি দামারি, যিনি ইসরায়েলি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক। এ ঘটনার পর হামাস সমর্থকরা উচ্ছ্বাস প্রকাশ করলেও এটি নিয়ে বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।