সীমান্তে কাঁটাতারের বেড়া স্থাপনের কারণ জানালো ভারত
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল। ছবি: সংগৃহীত
ভারতের সঙ্গে বাংলাদেশের অপরাধমুক্ত সীমান্ত নিশ্চিত করতে কাঁটাতারের বেড়া স্থাপন অপরিহার্য বলে উল্লেখ করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল। শুক্রবার (১৭ জানুয়ারি) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
জসওয়াল জানান, পণ্যের চোরাচালান, মানুষ ও গবাদিপশু পাচার রোধে সীমান্তে কাঁটাতারের বেড়া স্থাপনসহ সীমানা লাইট এবং প্রযুক্তিগত ডিভাইস স্থাপনের মতো পদক্ষেপ নেওয়া হচ্ছে। ভারতের আশা, বাংলাদেশ এই বিষয়ে দু’দেশের মধ্যে প্রতিষ্ঠিত প্রটোকল ও চুক্তিগুলোকে সম্মান করবে।
সম্প্রতি সীমান্তে কাঁটাতারের বিষয়টি নিয়ে উত্তেজনা সৃষ্টি হলে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী মন্তব্য করেন, ঢাকা এ বিষয়ে অতীতের সব চুক্তি পর্যালোচনা করতে চায়।
জসওয়াল জানান, ১৩ জানুয়ারি নয়াদিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার নুরুল ইসলামকে তলব করে ভারতের অবস্থান পরিষ্কার করা হয়েছে। তিনি বলেন, সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে ভারত সব সময় প্রটোকল ও চুক্তি মেনে চলে।
জসওয়াল আরও বলেন, ভারত চায় সীমান্তে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক এগিয়ে নিতে। পণ্য চোরাচালান ও অপরাধমুক্ত সীমান্ত নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সরকারের ইতিবাচক অংশগ্রহণেরও আশা প্রকাশ করেন তিনি।
ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটির সাম্প্রতিক মন্তব্যে, যেখানে তিনি বলেছেন ভারত ও যুক্তরাষ্ট্র যত দ্রুত সম্ভব বাংলাদেশে নির্বাচন দেখতে চায়, এ প্রসঙ্গে জসওয়াল জানান, বাংলাদেশের সঙ্গে সম্পর্কের বিষয়ে ভারতের অবস্থান সবসময় ইতিবাচক। ভারতের লক্ষ্য, বাংলাদেশ-ভারত সম্পর্ককে এমনভাবে এগিয়ে নেওয়া যা বাংলাদেশের জনগণের স্বার্থে উন্নতি বয়ে আনবে।