শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫ | ২৬ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

ইসরায়েলি হামলায় ৯ দিনে ৪৯০ ফিলিস্তিনি নিহত

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের হামলা থামছেই না। বছরের শুরুতেই দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বরতায় নয় দিনে ৪৯০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন বহু মানুষ। সেফ জোন বা নিরাপদ স্থানও এই হামলা থেকে রক্ষা পায়নি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

আল জাজিরার মতে, চলমান হামলায় গাজায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬ হাজার ছয় জনে, আর আহত হয়েছেন এক লাখ ৯ হাজার ৩৭৮ জন। ধ্বংস হয়ে যাওয়া ভবনের নিচে আটকে থাকা অনেক মানুষকে উদ্ধারের চেষ্টা করা গেলেও এখনো অনেকে সেখানে চাপা পড়ে আছেন। ধারণা করা হচ্ছে, তাদের অনেকেই হয়তো মারা গেছেন।

প্রতিবেদনে আরও জানানো হয়েছে, বৃহস্পতিবার ভোরে ইসরায়েলি হামলায় গাজায় অন্তত ২২ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এদিকে, অধিকৃত পশ্চিম তীরের জেনেন শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনী ২৪৭ জন প্রতিরোধ যোদ্ধাকে গ্রেফতার করেছে। তাদের ‘বন্দী’ বলে উল্লেখ করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর থেকেই গাজায় নিরবচ্ছিন্ন বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এই হামলা থেকে ২৩ লাখ মানুষের আবাস গাজা উপত্যকার মসজিদ, বিদ্যালয়, হাসপাতাল, আবাসিক ভবন এমনকি শরণার্থী শিবিরও রক্ষা পায়নি। এই আগ্রাসনে ২০ লাখের বেশি মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন।

জাতিসংঘের তথ্যমতে, ইসরায়েলের হামলায় গাজার প্রায় ৮৫ শতাংশ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। খাদ্য, বিশুদ্ধ পানি, ওষুধসহ অন্যান্য জরুরি পণ্যসংকটে তারা মানবেতর জীবনযাপন করছেন। ইসরায়েলের লাগাতার হামলায় পুরো গাজা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

Header Ad
Header Ad

সাবেক ওসি শাহ আলমকে গ্রেফতারে সারাদেশে রেড অ্যালার্ট জারি, ধরতে চলছে যৌথ অভিযান

সাবেক ওসি শাহ আলমকে গ্রেফতারে সারাদেশে রেড অ্যালার্ট জারি। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের করা একটি হত্যা মামলায় গ্রেফতার হওয়া উত্তরা পূর্ব থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম কৌশলে পালিয়ে গেছেন। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাজধানীর উত্তরা পূর্ব থানা থেকে তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছিল। এ সময় তিনি পালিয়ে যান। এ ঘটনার পর তাকে গ্রেফতারে সারাদেশে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রওনক জাহান জানান, শাহ আলমের পালিয়ে যাওয়ার ঘটনায় পুলিশ সদর দপ্তর থেকে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। পুলিশ বাদী হয়ে পালানোর ঘটনায় একটি মামলা দায়ের করেছে। পাশাপাশি তাকে ধরতে সেনাবাহিনী, র‌্যাব এবং পুলিশের সব ইউনিট কাজ করছে। তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়েও তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে।

বৃহস্পতিবার পালানোর ঘটনাটি পুলিশ প্রশাসনের জন্য একটি বড় ধরনের সংকট তৈরি করেছে। উত্তরা পূর্ব থানার ওসি মো. মহিবুল্লাহ জানান, শাহ আলমকে ধরতে ব্যাপক অভিযান চালানো হচ্ছে এবং খুব দ্রুত তাকে গ্রেফতার করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

প্রসঙ্গত, গত ২ সেপ্টেম্বর রাজধানীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়, যেখানে শাহ আলম অভিযুক্ত ছিলেন। দীর্ঘ তদন্ত শেষে বুধবার (৮ জানুয়ারি) তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ, আন্দোলন চলাকালে তিনি ছাত্রদের বিরুদ্ধে অবৈধ শক্তি ব্যবহার করেছিলেন, যা একজনের মৃত্যুর কারণ হয়।

পালানোর পর এই ঘটনা নতুন করে আলোচনার কেন্দ্রে এসেছে। এ ঘটনায় পুলিশ বাহিনীর নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি এবং দায়বদ্ধতা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। আইনশৃঙ্খলা বাহিনী তাকে দ্রুত গ্রেফতারে আন্তরিকতা প্রকাশ করেছে। এদিকে, জনসাধারণ এবং বিভিন্ন মানবাধিকার সংস্থা এই ঘটনার দ্রুত সমাধান ও অপরাধীর বিচারের দাবি জানিয়েছে।

Header Ad
Header Ad

লস অ্যাঞ্জেলেসের দাবানল: জো বাইডেনের সমালোচনা করে চটেছেন ট্রাম্প

ছবি: সংগৃহীত

লস অ্যাঞ্জেলেসের ভয়াবহ দাবানল নিয়ে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কড়া ভাষায় সমালোচনা করেছেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন এবং ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসমের। তিনি দাবি করেছেন, দাবানল নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটিক প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ।

ট্রাম্প গভর্নর নিউসমের বিরুদ্ধে পানি অপচয়ের অভিযোগ তুলে বলেছেন, তার অব্যবস্থাপনার কারণেই এই বিপর্যয়। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি বলেন, "গ্যাভিন নিউসমের পদত্যাগ করা উচিত। এই দাবানল তার ব্যর্থতার প্রতীক।"

এদিকে, দাবানলে প্রাণহানি বেড়ে পাঁচজনে পৌঁছেছে এবং প্রায় দুই হাজার অবকাঠামো ধ্বংস হয়েছে। এর মধ্যে শতকোটি ডলারের বাড়িও রয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অন্তত ৩ লাখ ১১ হাজার বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান। আবহাওয়াবিষয়ক তথ্য সরবরাহকারী ওয়েবসাইট অ্যাকুওয়েদারের হিসাব অনুযায়ী, আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ৫০ বিলিয়ন ডলার।

স্থানীয় বাসিন্দারা প্রশাসনের প্রস্তুতির অভাব এবং কার্যকর পদক্ষেপ না নেওয়ার জন্য অসন্তোষ প্রকাশ করেছেন। তারা দাবানল মোকাবিলায় দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর গাফিলতির কারণে ক্ষয়ক্ষতির মাত্রা আরও বেড়েছে।

Header Ad
Header Ad

দেশে পাঁচজনের শরীরে নতুন ভাইরাস শনাক্ত

ছবি: সংগৃহীত

বাংলাদেশে প্রথমবারের মতো পাঁচজনের শরীরে রিওভাইরাস শনাক্ত হয়েছে। এই তথ্য নিশ্চিত করেছে ইনস্টিটিউট অব এপিডেমিওলোজি ডিজিজ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ (আইইডিসিআর)। তবে আক্রান্তদের কারও অবস্থাই গুরুতর নয়। চিকিৎসা শেষে তারা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, ভাইরাসটি নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই।

আইইডিসিআরের পরিচালক অধ্যাপক তাহমিনা শিরীন জানান, সম্প্রতি নিপা ভাইরাস পরীক্ষার জন্য ৪৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছিল। তাদের মধ্যে নিপা ভাইরাস না পাওয়া গেলেও পাঁচজনের শরীরে রিওভাইরাস শনাক্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ইউনিভার্সিটির সঙ্গে আইইডিসিআরের নিয়মিত গবেষণার অংশ হিসেবে ভাইরাসটি শনাক্ত করা সম্ভব হয়েছে।

রিওভাইরাসের লক্ষণ ও প্রভাব:

- এটি সাধারণত হাঁচি-কাশির মাধ্যমে ছড়ায়।
- আক্রান্ত ব্যক্তির শ্বাস-প্রশ্বাসের সমস্যা, জ্বর, মাথাব্যথা, বমি ও ডায়রিয়া হতে পারে।
- জটিল ক্ষেত্রে নিউমোনিয়া ও এনকেফালাইটিস (মস্তিষ্ক প্রদাহ) হতে পারে।
- শিশু ও বয়স্করা বেশি ঝুঁকিতে।

অধ্যাপক তাহমিনা আরও উল্লেখ করেন যে, দেশে অনেক এনকেফালাইটিস রোগী পাওয়া গেলেও তাদের রোগের সঠিক কারণ নির্ণয় করা যায়নি। নতুন এই ভাইরাস শনাক্তকরণ গবেষণাটি ভবিষ্যতে চিকিৎসার ক্ষেত্রে সহায়ক হবে।

প্রসঙ্গত, রিওভাইরাস প্রথম শনাক্ত হয় ১৯৫০ সালে এবং এটি শীতকালীন সময়ে বেশি সক্রিয়।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

সাবেক ওসি শাহ আলমকে গ্রেফতারে সারাদেশে রেড অ্যালার্ট জারি, ধরতে চলছে যৌথ অভিযান
লস অ্যাঞ্জেলেসের দাবানল: জো বাইডেনের সমালোচনা করে চটেছেন ট্রাম্প
দেশে পাঁচজনের শরীরে নতুন ভাইরাস শনাক্ত
জিজ্ঞাসাবাদ শেষে অভিনেত্রী নিপুণকে ছেড়ে দিল পুলিশ
নারী শিক্ষার্থীদের ওয়াশরুমে ভিডিও ধারণ, যুবক আটক
বিমানবন্দরে নায়িকা নিপুণ আটক, লন্ডন যাত্রা বাতিল
কাতারের আমিরের উদ্দেশে ফেসবুকে তারেক রহমানের বার্তা
টিউলিপকে মন্ত্রিত্ব থেকে সরানোর চিন্তা ব্রিটিশ প্রধানমন্ত্রীর
ইসরায়েলি হামলায় ৯ দিনে ৪৯০ ফিলিস্তিনি নিহত
আপাতত হাসপাতালেই থাকবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া
মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৭.৮ ডিগ্রি
পাচারের টাকায় দুবাইয়ের দ্বীপে ট্রান্সকমের সিমিন ও ছেলের বিলাসবহুল ফ্ল্যাট
বদলি, শৃঙ্খলা ও নিয়োগে উচ্চপর্যায়ের ৩ কমিটি
টানা পঞ্চম হার শাকিব খানের ঢাকা ক্যাপিটালসের
পুড়ে ছাই হাজারো বাড়ি­-গাড়ি, ৬ হাজার কোটি ডলারের ক্ষতির শঙ্কা
রাজশাহীতে দেশীয় অ্যালকোহল পানে ৪ জনের মৃত্যু
হিলিতে ট্রেনের ধাক্কায় এক অজ্ঞাত যুবকের মৃত্যু
চুয়াডাঙ্গার দর্শনায় সেনাবাহিনীর অভিযানে গ্রেফতার ৫
রাখাইনে জান্তাবাহিনীর বিমান হামলায় নিহত অন্তত ৪০
প্রেমিকার সাথে ঝগড়া করে বিমান থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টা