পুড়ে ছাই হাজারো বাড়ি-গাড়ি, ৬ হাজার কোটি ডলারের ক্ষতির শঙ্কা
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলে পুড়ে গেছে হাজারো বাড়ি ও গাড়ি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, দাবানলে এখন পর্যন্ত অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে এবং কয়েক হাজার মানুষ গৃহহারা হয়েছেন। এই দাবানল থেকে প্রায় ৫ হাজার ৭০০ কোটি মার্কিন ডলারের ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
লস অ্যাঞ্জেলেসের পাঁচটি ভিন্ন এলাকায় দাবানল জ্বলছে। দমকা বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে, যা দমকলকর্মীদের নিয়ন্ত্রণের প্রচেষ্টাকে কঠিন করে তুলছে। দাবানলের কারণে ২৭ হাজার একর জায়গা সম্পূর্ণ পুড়ে গেছে। ক্ষতিগ্রস্তদের মধ্যে জেনিফার অ্যানিস্টন, টম হ্যাঙ্কস, ব্র্যাডলি কুপারসহ অনেক হলিউড সেলিব্রিটির বাড়ি ধ্বংস হয়ে গেছে। অনেক সেলিব্রিটি ও সাধারণ মানুষ এখন গৃহহীন।
এই ভয়াবহ দাবানলের কারণে ১ লাখ ৩৭ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তবে আগুনের বিস্তার এবং দ্রুত ছড়িয়ে পড়ার কারণে আরও অনেক বাড়িঘর পুড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। দাবানল নিয়ন্ত্রণে দমকলকর্মীরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু প্রতিকূল আবহাওয়া তাঁদের কাজে বাধা সৃষ্টি করছে।
ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, দাবানল থেকে ৫ হাজার ৭০০ কোটি ডলারের ক্ষতি হতে পারে, যা মার্কিন ইতিহাসের অন্যতম বড় অর্থনৈতিক বিপর্যয় হিসেবে বিবেচিত হতে পারে। পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলো আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।