শেখ হাসিনাকে সাবেক প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করল ভারত
শেখ হাসিনাকে সাবেক প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করল ভারত। ছবি: সংগৃহীত
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, শেখ হাসিনাকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী হিসেবে মনে করা হয়। এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, "বারবার আমরা বলেছি তিনি (শেখ হাসিনা) একজন সাবেক প্রধানমন্ত্রী। আমরা এই অবস্থানে আছি।"
এটি একদিন আগে, আওয়ামী লীগের এক বিবৃতিতে শেখ হাসিনাকে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করা হয়। এর পরিপ্রেক্ষিতে, সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে ওই সাংবাদিক প্রশ্ন করেন, "ভারত শেখ হাসিনাকে সাবেক প্রধানমন্ত্রী নাকি নির্বাসনে থাকা প্রধানমন্ত্রী হিসেবে মনে করে?"
এছাড়া, ৬ নভেম্বর, যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হন। তাকে অভিনন্দন জানিয়েছেন শেখ হাসিনা, এবং আওয়ামী লীগের বিবৃতিতে তাকে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করা হয়েছিল।
ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বক্তব্যের মাধ্যমে এই বিভ্রান্তি স্পষ্ট হয়েছে, যেখানে শেখ হাসিনাকে সাবেক প্রধানমন্ত্রী হিসেবে চিহ্নিত করা হয়।