জম্মু ও কাশ্মীরে বাস খাদে পড়ে মৃত ১৫, আহত অন্তত ২০
ছবি: সংগৃহীত
জম্মু-কাশ্মীরে ভয়াবহ বাস দুর্ঘটনা। তীর্থযাত্রী বোঝাই বাস দুর্ঘটনা হয় বৃহস্পতিবার। ১৫০ ফুট গভীর খাদে গিয়ে পড়ে বাসটি। রিয়াসি জেলার শিব খোরি এলাকায় তীর্থযাত্রীদের নিয়ে যাচ্ছিল বাসটি। আখনুরের কাছে দুর্ঘটনার কবলে পড়ে। বাসটি পড়ে যায় গভীর খাদে।
জম্মু-কাশ্মীরে ভয়াবহ বাস দুর্ঘটনা। তীর্থযাত্রীর বোঝাই বাস দুর্ঘটনায় কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বহু তীর্থযাত্রী। মৃতের সংখ্যা আরও বাড়তে বলে আশঙ্কা। গাড়িটি উত্তর প্রদেশের হাথরস থেকে জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলার শিব খোরি এলাকায় তীর্থযাত্রীদের নিয়ে যাচ্ছিল। ঘটনায় কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে। আহত ২০ জনেরও বেশি। আখনুর এলাকায় জম্মু পুঞ্চ হাইওয়ের তান্ডা মোড়ে একটি গভীর খাদে পড়ে যায় যাত্রীবোঝাই বাসটি। দ্রুত শুরু হয় উদ্ধার অভিযান। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি কালিধর এলাকায় ১৫০ ফুট গভীর খাদে পড়ে যায়। আহতদের আখনুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জম্মুর ডেপুটি কমিশনার জানিয়েছেন, 'উত্তর প্রদেশের হাথরস থেকে আসছিল যাত্রীবাহী বাসটি। জম্মুর তান্ডা, আখনুরের কাছে দুর্ঘটনার কবলে পড়ে।' জানা গিয়েছে, প্রাথমিক চিকিৎসার পর অনেককে জম্মু জিএমসিতে স্থানান্তরিত করা হয়েছে। আহত কয়েকজনকে চৌকি চৌরা হাসপাতাল ও আখনুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয়দের নিয়ে শুরু হয়েছে উদ্ধার অভিযান। কয়েক জন আহতকে জম্মুর আখনুর হাসপাতাল এবং সরকারি মেডিকেল কলেজ (জিএমসি) হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
জম্মুর জেলা শাসক বলেন, 'বাসটি উত্তর প্রদেশের হাথরস থেকে যাত্রীদের নিয়ে আসছিল। আখনুরের তান্ডার কাছে দুর্ঘটনা ঘটে। উদ্ধারকাজ জারি রয়েছে।' বাস চালক খুব সম্ভবত ঘুমিয়ে পড়েছিলেন বলে প্রাথমিক অনুমান।