রবিবার, ১৭ নভেম্বর ২০২৪ | ২ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

মাদরাসা বন্ধের রায় স্থগিত করল ভারতের সুপ্রিম কোর্ট

মাদরাসা বন্ধের রায় স্থগিত করেছে ভারতের সুপ্রিম কোর্ট। ছবি: সংগৃহীত

ভারতের উত্তর প্রদেশে মাদরাসা বন্ধে এলাহাবাদ হাইকোর্টের দেয়া রায় স্থগিত করেছে দেশটির সুপ্রিম কোর্ট। দেশটির বৃহত্তম রাজ্য উত্তর প্রদেশে প্রায় ১৬ হাজার মাদরাসা রয়েছে। যেগুলোতে পড়াশোনা করেন ১৭ লাখ শিক্ষার্থী।

শুক্রবার (৫ এপ্রিল) ভারতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেছেন, এলাহাবাদ হাইকোর্ট যে রায় দিয়েছেন সেটি প্রাথমিকভাবে সঠিক ছিল না।

গত মাসে এলাহাবাদ হাইকোর্ট তার রায়ে বলেন, ২০০৪ সালের যে আইনে মাদরাসা চলছে সেটি ‘অসাংবিধানিক’। কারণ এটি ভারতের ধর্মনিরপেক্ষতার নীতিকে ভঙ্গ করছে। এ কারণে এই আইন বাতিল ঘোষণা করেন হাইকোর্ট। এছাড়া মাদরাসায় অধ্যয়নত শিক্ষার্থীদের সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানে স্থানান্তরিত করার নির্দেশও দেওয়া হয়।

এলাহাবাদের হাইকোর্টের এই রায় শুক্রবার স্থগিত ঘোষণা করে সুপ্রিম কোর্ট বলেছেন, মাদরাসা বোর্ডের লক্ষ্য ও উদ্দেশ্য মূলত হলো নিয়ন্ত্রক। আর এই বোর্ড স্থাপনের মাধ্যমে ধর্মনিরপেক্ষতার কোনো ক্ষতি হবে না।

প্রধান বিচারপতি চন্দ্রচূড় তার রায়ে বলেছেন, “এলাহাবাদ হাইকোর্ট, ওই আইন স্থগিত করে, শিক্ষার্থীদের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে স্থানান্তরিতের নির্দেশ দেয়। তবে এই রায়ে ক্ষতিগ্রস্ত হবে ১৭ লাখ শিক্ষার্থী। আমাদের পর্যবেক্ষণ হলো এত শিক্ষার্থীকে একসঙ্গে স্থানান্তর ন্যায্য নয়।”

প্রধান বিচারপতি চন্দ্রচূড় আরও বলেছেন, যদি পিআইএলের উদ্দেশ্য থাকে মাদ্রাসায় ধর্মনিরপেক্ষ শিক্ষা যেমন গণিত, বিজ্ঞান, ইতিহাস এবং ভাষা শেখানো হবে। তাহলে মাদরাসা আইন ২০০৪ বাতিল করে এই উদ্দেশ্য অর্জন করা যাবে না।

সুপ্রিম কোর্টে মাদরাসার পক্ষে লড়েছেন জ্যেষ্ঠ আইনজীবী অভিষেক মনু সিংভী। তিনি আদালতকে বলেছেন, এলাহাবাদ হাইকোর্টের রায়ের কারণে মাদরাসার ১০ হাজার শিক্ষক এবং ১৭ লাখ শিক্ষার্থীর ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে।

তিনি আদালতকে আরও বলেন, মাদরাসায় মানসম্পূর্ণ শিক্ষা দেওয়া হয় না এমনটি বলা ভুল। এছাড়া মাদরাসা সর্বজনীন ও বিস্তৃত নয় এমনটিও বলা যাবে না। এছাড়া মাদরাসা বন্ধ করে দেওয়ার যে নির্দেশ হাইকোর্ট দিয়েছে এটি একটি বৈষম্যমূলক রায়। সূত্র: এনডিটিভি

Header Ad

বাংলাদেশের দুটি কিডনিই খেয়ে ফেলা হয়েছে: দেবপ্রিয় ভট্টাচার্য

ড. দেবপ্রিয় ভট্টাচার্য। ছবি: সংগৃহীত

বাংলাদেশের অর্থনীতির দুটি গুরুত্বপূর্ণ খাত-ফিন্যান্সিয়াল সেক্টর ও এনার্জি সেক্টর-সম্পূর্ণভাবে অবহেলিত ও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য।

শনিবার (১৬ নভেম্বর) রাজধানীর মহাখালীতে আয়োজিত "পলিসি ডায়ালগ অন ফিন্যান্সিয়াল অ্যান্ড ইকোনমিক রিফর্মস ইন বাংলাদেশ" শীর্ষক সেমিনারে তিনি এই বক্তব্য দেন।

ড. দেবপ্রিয় বলেন, “বাংলাদেশের দুই কিডনি-ফিন্যান্সিয়াল সেক্টর ও এনার্জি সেক্টর-বিগত সরকারের সময় লুটপাটের শিকার হয়েছে। যারা এনার্জি খাত ধ্বংস করেছে, তারাই আবার ফিন্যান্সিয়াল সেক্টরকেও ধ্বংস করেছে। ব্যাংকিং খাতে দক্ষতা না থাকা সত্ত্বেও অযোগ্য ব্যক্তিদের ব্যাংকের অনুমোদন দেওয়া হয়েছে। এর পাশাপাশি ভুয়া রিজার্ভ দেখিয়ে মাসোহারা নেওয়া লোকজনকে কেন্দ্রীয় ব্যাংকের ভেতরে রাখা হয়েছে।”

বাংলাদেশ বর্তমানে মধ্যম আয়ের ফাঁদে আটকে আছে উল্লেখ করে তিনি বলেন, “রাষ্ট্রের সার্বিক মেরামত না হলে, দুই পয়সার সংস্কার করে কোনও লাভ হবে না। অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে না পারলে, সংস্কারের পথে এগোনো সম্ভব নয়। স্থিতিশীলতা অর্জনের পরও যদি সংস্কার দ্রুততার সঙ্গে করা না হয়, তাহলে কাঙ্ক্ষিত অগ্রগতি সম্ভব হবে না।”

ড. দেবপ্রিয় আরও বলেন, “উন্নয়নের জন্য সঠিক নীতি নির্ধারণ জরুরি। কিন্তু বিগত সরকারের আমলে প্রবৃদ্ধি সংক্রান্ত তথ্য ও উপাত্তে মারাত্মক অসঙ্গতি ছিল। তথ্যে রাজনৈতিক প্রভাব ছিল। বেসরকারি বিনিয়োগ না বাড়িয়ে প্রবৃদ্ধি দেখানো হয়েছে, অথচ ট্যাক্স-জিডিপি অনুপাত বাড়েনি। দৃশ্যমান উন্নয়নের নামে স্বাস্থ্য ও শিক্ষার মতো গুরুত্বপূর্ণ খাতে অবমূল্যায়ন করা হয়েছে।”

সেমিনারে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ লিমিটেডের (এবিবি) চেয়ারম্যান সেলিম আর এফ হোসাইন বলেন, “বাংলাদেশ ব্যাংককে ডিজিটালাইজ করতে হবে। অর্থনৈতিক লেনদেনে স্বচ্ছতা আনতে এটাই একমাত্র পথ। সরাসরি সরকারি পৃষ্ঠপোষকতায় অর্থনৈতিক খাত থেকে লুটপাট হয়েছে, যেখানে ব্যবসায়ী এবং রাজনীতিবিদরা সক্রিয়ভাবে জড়িত ছিলেন।”

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার ফারজানা লালারুখ বলেন, “পুঁজিবাজারের সংস্কার ছাড়া দেশের অর্থনৈতিক খাতকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। আমরা বিএসইসির মাধ্যমে বাজারকে একটি উল্লেখযোগ্য অবস্থানে নিতে কাজ করছি।”

সেমিনারে বক্তারা রাষ্ট্রীয় কাঠামোতে ব্যাপক সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, টেকসই অর্থনীতি নিশ্চিত করতে জবাবদিহি, স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধি করতে হবে। বিশেষ করে ফিন্যান্সিয়াল এবং এনার্জি সেক্টরে নীতি ও নেতৃত্বে সংস্কার আনা ছাড়া কোনো উন্নয়ন সম্ভব নয়।

Header Ad

গণঅভ্যুত্থানে আহত কাজলকে থাইল্যান্ড পাঠানো হচ্ছে

গণঅভ্যুত্থানে আহত কাজলকে থাইল্যান্ড পাঠানো হচ্ছে। ছবি: সংগৃহীত

জুলাইয়ে ঘটে যাওয়া গণঅভ্যুত্থানে গুরুতর আহত হওয়া কাজলকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ড নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। আজ শনিবার (১৬ নভেম্বর) রাজধানীর একটি হাসপাতালে কাজলকে দেখতে গিয়ে এ তথ্য জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম।

হাসপাতালে কাজলকে দেখতে যান স্বাস্থ্য উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবু জাফর, এবং জাতীয় নাগরিক কমিটির নেতা ডা. আহাদ। নাহিদ ইসলাম বলেন, "কাজলের চিকিৎসার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। উন্নত চিকিৎসার জন্য তাকে থাইল্যান্ডের বেজথানি হাসপাতালে নেওয়া হবে।"

রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশি গুলিতে মাথায় গুরুতর আঘাত পান কাজল। ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস (নিনস)-এ ভর্তি হওয়ার পর তিনি গত তিন মাস ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করে আসছেন। যদিও তার শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হচ্ছিল, তবে সম্প্রতি গুরুতর সংক্রমণ (ইনফেকশন) দেখা দেয়। এই সংক্রমণের ফলে তার রক্তচাপ অস্বাভাবিকভাবে কমে যায় এবং তিনি শকে চলে যান।

চিকিৎসক ডা. হুমায়ুন কবীর হিমু জানান, "কাজলের অবস্থা হঠাৎ করেই অবনতি হতে শুরু করে। চিকিৎসা বোর্ডের সভা করে তার চিকিৎসা চলছিল। কিন্তু সংক্রমণের জটিলতার কারণে উন্নত চিকিৎসার প্রয়োজনীয়তা দেখা দেয়।"

স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের নির্দেশে কাজলের দ্রুত উন্নত চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়। নাহিদ ইসলাম চিকিৎসকদের সঙ্গে আলোচনা করে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে থাইল্যান্ড পাঠানোর উদ্যোগ নেন। তবে শনিবার ভিসা জটিলতার কারণে তাকে তাৎক্ষণিকভাবে পাঠানো সম্ভব হয়নি।

নাহিদ ইসলাম বলেন, "থাইল্যান্ড ভিসা সেন্টারে যোগাযোগ করা হয়েছে। আশা করছি আগামীকাল (রবিবার) ভিসা পাওয়া যাবে। ভিসা পাওয়ার সঙ্গে সঙ্গে কাজলকে এয়ার অ্যাম্বুলেন্সে থাইল্যান্ড পাঠানো হবে। চিকিৎসার যাবতীয় খরচ এবং ভিসার বিষয়গুলো নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয় দ্রুত ব্যবস্থা নিয়েছে।"

এর আগে গণআন্দোলনে আহত আরেক ব্যক্তিকে সিঙ্গাপুরে উন্নত চিকিৎসার জন্য পাঠানোর অভিজ্ঞতার কথা উল্লেখ করে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, "আমাদের অভিজ্ঞতা থেকে কাজলের ক্ষেত্রেও দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর উদ্যোগে আমরা বদ্ধপরিকর।"

কাজলের দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর দোয়া কামনা করেছেন তার পরিবার এবং চিকিৎসকরা। এ ঘটনায় সরকারের দ্রুত পদক্ষেপ ও মানবিক উদ্যোগ প্রশংসিত হয়েছে।

Header Ad

বাচ্চারা জীবন দেয় আর মুরব্বিরা পদ ভাগাভাগি করেন: হাসনাত আবদুল্লাহ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। ছবি: সংগৃহীত

বিপ্লবে বাচ্চারা গুলির সামনে জীবন দেয় আর মুরব্বিরা পদ ভাগাভাগিতে মেতে উঠেছেন বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।

শনিবার (১৬ নভেম্বর) সকালে রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) শিক্ষা অধিকার সংসদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, বাচ্চারা গুলির সামনে জীবন দেয় আর বিপ্লবের পর মুরব্বিরা পদ ভাগাভাগি করেন।

পাঠ্যপুস্তকে মুক্তিযুদ্ধসহ জাতীয় অর্জনকে একজনের একক অবদান হিসেবে তুলে ধরার অপপ্রয়াস থেকে সরে আসার আহ্বান জানিয়ে হাসনাত বলেন, পাঠ্যপুস্তকে শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের অতিরঞ্জিত প্রশংসার ফলে তার প্রতি বিরক্তির উদ্রেক হয়েছে।

তিনি বলেন, তরুণরা শুধু ইতিহাসের পাঠক নয়, এবার তারা ইতিহাস সৃষ্টি করেছেন। তাই ইতিহাসে যার যে অবদান, পাঠ্যপুস্তককে তা যথাযথভাবে তুলে ধরতে হবে।

এ সময় ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সামনে প্রতিটি প্রশ্নের বিনিময়ে বুদ্ধিজীবীরা সুবিধা নিতেন বলেও অভিযোগ করেন তিনি।

Header Ad

সর্বশেষ সংবাদ

বাংলাদেশের দুটি কিডনিই খেয়ে ফেলা হয়েছে: দেবপ্রিয় ভট্টাচার্য
গণঅভ্যুত্থানে আহত কাজলকে থাইল্যান্ড পাঠানো হচ্ছে
বাচ্চারা জীবন দেয় আর মুরব্বিরা পদ ভাগাভাগি করেন: হাসনাত আবদুল্লাহ
‘ভূ-রাজনৈতিক স্বার্থের আবর্তে আটকে বাংলাদেশ, রোহিঙ্গা সংকট সমাধানে প্রতিবেশীদের অনাগ্রহ’
মণিপুরে রণক্ষেত্র, ইন্টারনেট পরিষেবা বন্ধ
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের রোমাঞ্চকর জয়
সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়ল
২১ নভেম্বর ঢাকা সেনানিবাস এলাকায় যান চলাচল সীমিত থাকবে
সরকার পরিচালনায় অদক্ষতা জনগণ মেনে নেবে না: তারেক রহমান
ভবিষ্যতে কেউ টাকা পাচার করলে ধরা পড়বে: অর্থ উপদেষ্টা
এখনই সন্তান নিতে চাননি কাঞ্চন, শোনেননি শ্রীময়ী
যত দ্রুত নির্বাচন, ততই জনগণের কল্যাণ: মির্জা ফখরুল
টিকটকার মুন্নি হত্যা: গণধর্ষণের পর হত্যার প্রকৃত রহস্য উদঘাটন, গ্রেপ্তার ২
আফ্রিদির বিয়ের পর দীঘি বললেন ‘আল্লাহ বাঁচিয়েছে’
জানা গেল পুরুষদের নিঃসন্তান থাকার পেছনে আসল কারণ
যেভাবে শাহরুখের দেখা পেলেন বাংলাদেশি ভক্ত
ইউটিউবারের কাছে হারলেন বক্সিং কিংবদন্তি মাইক টাইসন
উত্তরাঞ্চল থেকে উপদেষ্টা নিয়োগে আলোচনা হয়নি : সমাজকল্যাণ উপদেষ্টা
নবান্ন উৎসবে মুখরিত চারুকলা
পল্লবীতে ২ ছেলেকে গলা কেটে হত্যার পর বাবার আত্মহত্যার চেষ্টা