'রাষ্ট্রের শত্রুদের' সাবধান করলেন শাহবাজ শরীফ
আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় পিটিআই চেয়ারম্যান ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেপ্তারের পর দেশজুড়ে যে সহিংসতা ছড়িয়ে পড়েছিল তার জন্য পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতাকর্মীদের নিন্দা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তিনি বলেছেন 'রাষ্ট্রের শত্রুদের' বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে৷
পাকিস্তানের স্থানীয় সংবাদ মাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, বুধবার (১০ মে) জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে, দেশজুড়ে পিটিআই-এর নেতাকর্মীদের চালানো সহিংসতাকে 'অমার্জনীয় অপরাধ' বলে অভিহিত করেছেন শাহবাজ শরীফ।
পিটিআই-এর বিক্ষোভকারীদের অবিলম্বে 'রাষ্ট্রবিরোধী কার্যকলাপ' বন্ধ করার আহ্বান জানিয়ে শাহবাজ শরীফ বলেন 'দুর্বৃত্তদের শক্ত হাতে মোকাবেলা করা হবে। তাদের আইন অনুযায়ী শাস্তি দেওয়া হবে।'
তিনি বলেন, দেশের শত্রুরা ৭৫ বছরেও যে ক্ষতি করতে পারেনি হিংসাত্মক বিক্ষোভ করে পিটিআই এর কর্মীরা সেটা কয়েকদিনে করে ফেলেছে।
তিনি 'রাষ্ট্রবিরোধী এজেন্ডা প্রত্যাখ্যান করার' জন্য জাতিকে স্বাগত জানিয়েছেন এবং সহিংস বিক্ষোভের মুখে সংযম দেখানোর জন্য সেনাবাহিনীসহ আইন প্রয়োগকারী সংস্থাগুলোর প্রশংসা করেছেন।
পাকিস্তান সেনাবাহিনীতে আক্রমণ করার জন্য 'কয়েক শতাধিক সশস্ত্র কর্মীকে' ইমরান খানসহ পিটিআই নেতৃত্ব প্ররোচিত করেছে বলে অভিযোগ করেছেন শাহবাজ।
শাহবাজ বলেন, পিটিআই কর্মীরা সরকারী অবকাঠামোর ক্ষতি করে তাদের 'রাষ্ট্রবিরোধী প্রবণতা' প্রমাণ করেছে। তারা রোগীদের অ্যাম্বুলেন্স থেকে বের করে নিয়ে যানবাহন গুলোতে আগুন ধরিয়ে দেয়।
'তারা রাষ্ট্রের সংবেদনশীল সম্পত্তিগুলোতে এমনভাবে আক্রমণ করেছে যেন সেগুলো শত্রু।' এমন হৃদয়বিদারক দৃশ্য আমি কখনো দেখিনি বলে মন্তব্য করেছেন শাহবাজ শরীফ।
দেশ এবং আদর্শ রক্ষা করা তার দায়িত্ব উল্লেখ করে শাহবাজ শরীফ জোর দিয়ে বলেন, 'আমরা কাউকে ষড়যন্ত্র করতে দেব না। আমরা তাদের ঘৃণ্য এজেন্ডা সফল হতে দেব না।'
/এএস