হুগলি নদীর নিচে ভারতের প্রথম পানির নিচের মেট্রো লাইনের পরীক্ষা সম্পন্ন
ভারতের সরকারী গণ পরিবহন ব্যবস্থা কলকাতা মেট্রো সাফল্যের সঙ্গে শহরের পূর্বে পানির নীচের টানেলে সাফল্যজনকভাবে পরীক্ষামূলক যাত্রা সম্পন্ন করার পর আরেকটি মাইলফলক অর্জন করলো।
কলকাতায় হুগলি নদীর নীচে একটি টানেলে মেট্রোর পরীক্ষামূলক যাত্রা সফল হয়েছে। কর্মকর্তারা ‘একটি ঐতিহাসিক মুহূর্ত’ বলে উল্লেখ করেছেন।
নদীর নীচের এই টানেলটি মোট ৫২০ মিটার। কলকাতার হুগলির নীচে এসপ্লান্ডে স্টেশন থেকে হাওড়া ময়দান স্টেশন পর্যন্ত। মোটে ৪৫ সেকেন্ড ট্রেনে পাড়ি দিয়েছেন তারা পানির নীচ দিয়ে।
টানেলের হাওড়া ময়দান স্টেশনটি পানির ৩৩ মিটার নীচে, দেশের সবচেয়ে গভীর মেট্রো লাইন।
কলকাতা মেট্রোর প্রধান জনসংযোগ কমকতা কৌশিক মিত্র বলেছেন, ‘কলকাতা শহরের জন্য এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। এটিই সবচেয়ে গভীর স্টেশন এবং ভারতের প্রথম পানির নিচের স্টেশন। হুগলি নদীর নীচে এই প্রথম একটি ট্রেন দৌড়ালো।’
কর্মকর্তারা একটি হিন্দু প্রার্থনা অনুষ্ঠানের আয়োজন করেছেন এই যাত্রার আগে। ধর্মীয় আচারগুলোর মধ্যে মন্ত্র পড়ে নারকেল ভাঙা ও নদীতে ফুল ছিটানো ছিল। তারা মেট্রোর ভেতর থেকে ভিডিও করেছেন।
১৬.৬ কিলোমিটার লম্বা এই পুরো মেট্রো লাইন। কলকাতা শহরের আইটি হাবকে র্প্বূ থেকে পশ্চিমে সংযুক্ত করবে। হাওড়া থেকে শিয়ালদহ পৌঁছানোর সময় ৪০ মিনিটে নিয়ে আসবে। পথে এই দূরত্ব পেরুতে গড়ে ৯০ মিনিট লাগে।
সাবেক ব্রিটিশ ইন্ডিয়ার রাজধানী ও পশ্চিমবঙ্গের বর্তমান রাজধানী কলকাতা ভারতের প্রথম মহানগর হিসেবে মেট্রো ব্যবস্থায় গিয়েছে।
কর্মকর্তারা আরো জানিয়েছেন, এই পরীক্ষামূলক মেট্রো সাত মাস ধরে সম্পন্ন করা হবে ও এই সময়ের মধ্যে নিরাপত্তার সার্টিফিকেটগুলো অর্জনের পর নিয়মিতভাবে পাবলিক সার্ভিসে পরিণত হবে।
এই মেট্রো লাইনকে ২০০৯ সালে অনুমোদন দেওয়া হয়েছিল।
ওএফএস/এএস