মধ্যপ্রদেশে মন্দিরে কূপ ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৫
ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে মন্দিরের কূপ ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ জনে। বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুরে রাজ্যের প্যাটেল নগর এলাকায় বালেশ্বর মহাদেব মন্দিরে এ দুর্ঘটনা ঘটে।
দেশটির গণমাধ্যমগুলো জানায়, বৃহস্পতিবার সকালে শ্রী বালেশ্বর মন্দিরে কয়েকশ’ পুণ্যার্থী হাজির হয়েছিলেন। পুজা চলাকালীন পুণ্যার্থীর অনেকেই মন্দিরের ভেতরের বহু পুরোনো একটি কূপের ছাদে উঠে পড়েন। সেটির মুখ কংক্রিটের ছাউনি দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল। সেই ছাউনির উপর উঠতেই তা ধসে পড়ে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
বার্তা সংস্থা এএনআইয়ের বরাত দিয়ে কালেক্টর ইলায়ারাজা টি বলেন, মোট ৩৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া একজন এখনো নিখোঁজ রয়েছেন এবং ১৪ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে দুইজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের চেষ্টার চলছে।
১৮ ঘণ্টা ধরে উদ্ধার অভিযান চলছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ অভিযান শুরু হয়েছে।
এই ঘটনায় এর আগে বৃহস্পতিবার দুঃখপ্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান। পরিস্থিতির উপর নজর রাখতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান। একই সঙ্গে মন্দিরে দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ৫ লাখ রুপি এবং আহত ব্যক্তিদের ৫০ হাজার রুপি সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন।
২০২২ সালের এপ্রিল মাসে বালেশ্বর মহাদেব মন্দিরের ট্রাস্টকে দেওয়া পৌরসভার নোটিশের একটি অনুলিপি রয়েছে এনডিটিভির কাছে। তাতে দেখা যায়, স্থানীয়রা অভিযোগ করেছিলেন মন্দিরটি একটি দখল করা পার্কের একটি কূপের উপর নির্মিত। পৌর কর্তৃপক্ষ এটি ভেঙে ফেলার জন্য কূপের উপরের অংশ কংক্রিট দিয়ে ঢেকে দিয়ে তা চিহ্নিত করেছিল। কিন্তু ধর্মীয় অনুভূতিতে আঘাতের শঙ্কায় পরে তা পিছিয়ে দেওয়া হয়েছিল। কংক্রিটের পাটাতনটি ৩০-৪০ জনের ওজন ধরে রাখার মতো যথেষ্ট মজবুত ছিল না। কূপটি প্রায় ৪০ গভীর।
এসএন