ইউক্রেনের হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৪
রাশিয়া নিয়ন্ত্রিত পূর্ব ইউক্রেনের একটি হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলায় ১৪ জন নিহত হয়েছেন। এ হামলায় হাসপাতালের কর্মী ও রোগীসহ আহত হয়েছেন আরও ২৪ জন। রবিবার (২৯ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
এদিকে এ হামলাকে যুদ্ধপারাধ বলে দাবির পাশাপাশি এর জন্য ইউক্রেনের সেনাবাহিনীকে দায়ী করেছে রাশিয়া। যদিও এ ব্যাপারে ইউক্রেন কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, পূর্ব ইউক্রেনের রাশিয়া নিয়ন্ত্রিত নোভোইদারের একটি হাসপাতালে এই হামলা হয়েছে। যুক্তরাষ্ট্রের সরবরাহ করা হিমারস রকেট সিস্টেম ব্যবহার করে ইউক্রেন এই হামলা চালায়।
বিবৃতিতে বলা হয়েছে, স্বনামধন্য এই বেসামরিক চিকিৎসাকেন্দ্রে কিয়েভের ইচ্ছাকৃত ক্ষেপণাস্ত্র হামলা নিঃসন্দেহে গুরুতর যুদ্ধাপরাধ। এই অপরাধের পরিকল্পনা ও বাস্তবায়নের সঙ্গে জড়িত সবাইকে খুঁজে বের করে জবাবদিহি নেওয়া হবে।’
এতে আরও বলা হয়েছে, ওই হাসপাতালে স্থানীয় লোকজন ও সৈন্যদের চিকিৎসার জন্য অনেক মাস ধরে কাজ করছেন বেসামরিক ও সামরিক চিকিৎসকরা।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসনের পর থেকেই ইউক্রেন ও তাদের পশ্চিমা মিত্ররা ক্রমাগত রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ করে আসছিল। এ আগ্রাসনে ইউক্রেনের কয়েক হাজার বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। সেই সঙ্গে ক্ষেপণাস্ত্র ও বিমান হামলায় বিভিন্ন শহরকে ধ্বংসস্তুপে পরিণত করা হয়েছে। তবে রাশিয়া বেসামরিক নাগরিকদের টার্গেট করে হামলা চালানোর কথা বরাবরই অস্বীকার করে এসেছে।
ইউক্রেনের দাবি, এ পর্যন্ত রাশিয়া ৩৭টি বিমান হামলা চালিয়েছে। এর মধ্যে ১৭ হামলায় ইরানের তৈরি শাহেদ-১৩৬ ড্রোন ব্যবহার করেছে। রাশিয়ার ৫৯টি ক্ষেপণাস্ত্রের ৪৭টি ধ্বংষ করেছেন ইউক্রেন। এর মধ্যে কিছু সংখ্যক টিইউ-৯৫ স্ট্র্যাটেজিক বোম্বার ছিল।
এদিকে পূর্ব ইউক্রেনের কনস্টান্টিনিভকা শহরে রাশিয়ার হামলায় তিনজন নিহত হয়েছেন বলে শনিবার স্থানীয় গভর্নর জানিয়েছেন। এ ছাড়া ওই হামলায় এক ডজনেরও বেশি মানুষ আহত হয়েছেন বলেও দাবি করা হয়েছে।
দোনেতস্কের গভর্নর পাভলো কিরিলেঙ্কো সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছেন, রাশিয়ানরা একটি আবাসিক এলাকায় হামলা চালিয়ে চারটি বহুতল ভবন, একটি হোটেল, গ্যারেজ ও বেসামরিক গাড়ি ধ্বংস করেছে। পুলিশ ও উদ্ধারকর্মীরা সেখানে কাজ করছে। এই হামলা আমাদের ভূ-খণ্ডে রাশিয়ার আরও একটি অপরাধের উদাহরণ।
পাভলো কিরিলেঙ্কোর টেলিগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা ছবিগুলোতে রুশ হামলার পর অ্যাপার্টমেন্ট বিল্ডিংগুলোর জানালা উড়ে যাওয়ার দৃশ্য দেখা যাচ্ছে। এ ছাড়া পুড়ে যাওয়া একটি গাড়ির ধ্বংসাবশেষের ছবিও দেখা যাচ্ছে সেখানে।
ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে, রাশিয়া একাধিক রকেট লঞ্চার দিয়ে কনস্টান্টিনিভকা শহরে হামলা চালিয়েছে। মূলত প্রায় এক বছর ধরে চালানো এই আগ্রাসনে রাশিয়া দোনেতস্ক অঞ্চলের পুরোটা দখলে নিতে লড়াই করছে।
এসএন