রুশ আগ্রাসনে ইউক্রেনে ৯ হাজারেরও বেশি বেসামরিক নিহত
গত বছরের ফেব্রুয়ারিতে রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে ১১ মাসে ইউক্রেনে ৯ হাজারেরও বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৪৫৩ জন শিশু।
ইউক্রেনের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে মঙ্গলবার (১৭ জানুয়ারি) সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কির সহযোগী আন্দ্রি ইয়ারমাক মঙ্গলবার সুইজারল্যাণ্ডের ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে ভাষণ দেওয়ার সময় এসব তথ্য তুলে আনেন।
সেখানে তিনি বলেন, ‘আমরা রাশিয়ান হানাদারদের মাধ্যমে সংঘটিত ৮০ হাজার অপরাধ নথিভুক্ত করেছি। রুশ হামলার শুরু থেকে ৯ হাজারেরও বেশি বেসামরিক লোক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৪৫৩ জন শিশুও রয়েছে।’
আন্দ্রি ইয়ারমাক বলেন, ‘আমরা অপরাধ-নির্যাতন বা জীবন কেড়ে নেওয়ার একটি ঘটনাও ক্ষমা করব না। প্রত্যেক অপরাধীকে জবাবদিহি করা হবে।’
তিনি বলেন, রাশিয়ার আগ্রাসনের ফলে সৃষ্ট ধ্বংসের জন্য রাশিয়ার রাজনৈতিক নেতাদের বিচার এবং ক্ষতিপূরণের জন্য ইউক্রেন একটি বিশেষ আন্তর্জাতিক ট্রাইব্যুনাল চায়।
এদিকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় গত সোমবার জানিয়েছে, রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে ইউক্রেনে ৭ হাজারেরও বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
এসএন