আকবর হাশেমির মেয়ে ফাইয়াজাহর ৫ বছরের কারাদণ্ড
ইরানের সাবেক প্রেসিডেন্ট আকবর হাশেমি রাফসানজানির মেয়ে মানবাধিকার কর্মী ফাইয়াজাহ হাশেমিকে পাঁচ বছরের জন্য দন্ড দিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে।
তার আইনজীবি বৃহস্পতিবার (৫ জানুয়ারি) জানিয়েছেন, ইসলামিক প্রজাতন্ত্র ইরানের ১৯৮৮ থেকে টানা ১৯৯৭ সাল পর্যন্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা আকবর হাশেমি রাফসানজানির মেয়ের বিরুদ্ধে সরকারের বিপক্ষে যড়যন্ত্র করার অভিযোগ এনেছেন রাজধানী তেহরানের পাবলিক প্রসিকিউটর। তবে তিনি তার বিপক্ষে অভিযোগগুলোর বিস্তারিত জানাননি।
ইরানের পক্ষ সমর্থনকারী আইনজীবি নিদা শামস তার টুইটার অ্যাকাউন্টে জানিয়েছেন, ‘এই আন্দোলনের পর গ্রেপ্তারবরণকারীদের অন্যতম ফাইয়াজাহ হাশেমিকে পাঁচ বছরের কারাদন্ড দেওয়া হলেও তা চূড়ান্ত নয়।’
২০১৭ সালের ৪ জানুয়ারি মারা যাওয়া আকবর হাশেমি রাফসানজানির ৬০ বছরের এই মেয়ের পুরো নাম ফাইয়াজাহ হাশেমি রাফসানজানি। তিনি তার দেশের অন্যতম নারী অধিকারকর্মী, রাজনীতিবিদ ও সাবেক সাংবাদিক। তিনি ‘জান’ নামের দৈনিকের প্রধান সম্পাদক ছিলেন। বাবার প্রেসিডেন্ট হিসেবে শেষ মেয়াদের শেষ বছরের আগের বছর ১৯৯৬ সালে ইরানের পার্লামেন্টের তিনি একজন সদস্য নির্বাচিত হয়েছেন ও টানা চার বছর সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি কনস্ট্রাকশন্স পার্টির নারী দলের নির্বাহী সভাপতি। লন্ডনের বার্মিংহাম ইউনিভার্সিটির আন্তর্জাতিক মানবাধিকার বিষয় থেকে তিনি আন্তর্জাতিক আইনে মাস্টার্স। আকবর হাশেমি রাফসানজানির তিন ছেলে ও দুই মেয়ের মধ্যে একমাত্র এই মেয়েটি রাজনীতির জীবন পছন্দ করেছেন।
গত বছরের সেপ্টেম্বরে সরকারি গণমাধ্যমগুলোতে খবর প্রকাশিত হয়েছিল যে, দাঙ্গাগুলোতে ইন্ধন যোগানোর অভিযোগে তেহরানে গ্রেপ্তার হয়েছেন রাফসানজানির মেয়ে ফাইয়াজাহ হাশেমি। তখন পুলিশি হেফাজতে একজন কুর্দিশ তরুণী মারা গিয়েছেন ও আন্দোলনকারীরা ব্যাপকভাবে প্রতিবাদে নেমেছেন। তাদের এই আন্দোলন ১৯৭৯ সালে ইসলামিক প্রজাতন্ত্র বা ইসলামকে রাষ্ট্রকাঠামো হিসেবে কার্যকর করা ইরানের পরবর্তীকালের ইতিহাসে সরকারকে অন্যতম বড় সংকট হিসেবে মোকাবিলা করতে হয়েছে।
তাকে ২০০৯ সালের বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনের পর থেকে তার রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের কারণে সকল ধরণের রাজনীতি থেকে নিষিদ্ধ করা হয়। ২০১২ সালেও ফাইয়াজাহ হাশেমি রাফসানজানিকে কারাদন্ড দিয়ে জেলখানায় প্রেরণ করা হয়।
ইরানের ইতিহাসের অন্যতম জনপ্রিয় রাষ্ট্রনায়ক আকবর হাশেমি রাফসানজানি। তিনি সাধারণ মানুষের প্রয়োজনীয় ও দৈনন্দিন জীবনের সঙ্গে সম্পর্কিত অর্থনৈতিক উন্নয়ন ও উদার অর্থনৈতিক কাঠানো তৈরি এবং পশ্চিমের রাষ্ট্রগুলোর সঙ্গে উন্নততর সম্পর্ক স্থাপন করেছেন ও উগ্রবাদীদের দমিয়েছেন। উদ্রবাদীদের আজীবন সমালোচনা করেছেন ইরানের অন্যতম এই নেতা। তিনি ইসলামিক ইরানের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন।
ওএফএস/এএস