গণতন্ত্রের পক্ষে ব্রাজিলে হাজারো মানুষের সমাবেশ
ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জেইর বলসোনারোর সমর্থকদের প্রেসিডেন্ট প্রাসাদ, সুপ্রিম কোর্ট ও কংগ্রেসে হামলা চালানোর বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় দেশটির কয়েক হাজার মানুষ গণতন্ত্রের পক্ষে সমাবেশ করেছে।
মঙ্গলবার (১০ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সমাবেশে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোকে কারাদণ্ডের দাবিতে দেশটির বৃহত্তম শহর সাও পাওলোতে স্লোগান দেয় গণতন্ত্রপন্থীরা।
গণতন্ত্রপন্থীরা পর্তুগিজ ভাষায় 'আমরা গণতন্ত্র' লেখা বড় ব্যানার নিয়ে মিছিল করেন।
ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারোর শত শত সমর্থক গত রবিবার (৮ জানুয়ারি) দেশটির কংগ্রেস, প্রেসিডেন্ট প্রাসাদ ও সুপ্রিম কোর্টে হামলা চালান। হামলা চালাতে বলসোনারো তার সমর্থকদের উসকানি দিয়েছেন বলে অভিযোগ করেছেন দেশটির নতুন প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। তিনি শপথ নেওয়ার এক সপ্তাহ পর রাজধানী ব্রাসিলিয়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় দেড় হাজার মানুষকে আটক করা হয়।
স্থানীয় সময় সোমবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় ৭৭ বছর বয়সী লুলা দেশের গভর্নরদের সঙ্গে কংগ্রেসের ক্ষতিগ্রস্ত ভবন, প্রেসিডেন্ট প্রাসাদ ও সুপ্রিম কোর্ট পরিদর্শন করেন। তিনি নিন্দা জানিয়ে অপরাধীদের শাস্তি দেওয়ার অঙ্গীকার করেন।
তবে বলসোনারো বলেছেন তার বিরুদ্ধে আনা অভিযোগ ‘ভিত্তিহীন’। একই সঙ্গে ‘শান্তিপূর্ণ’ প্রতিবাদের অধিকারের পক্ষে তার অবস্থানের কথা তুলে ধরেছেন।
গত ডিসেম্বরে ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন হয়। এতে বামপন্থী লুলার কাছে বলসোনারো পরাজিত হন। লুলার শপথ গ্রহণের আগেই গত ৩০ ডিসেম্বর তিনি দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় চলে যান।
আরএ/