রাশিয়াকে ক্ষমা করবে না ইউক্রেন: জেলেনস্কি
রাশিয়া ও তার আগ্রাসনকে ইউক্রেন কখনোই ক্ষমা করবে না বলে হঁশিয়ার করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। নতুন বছরের আগের দিন রাজধানী কিয়েভসহ ইউক্রেনে রাশিয়ায় হামলার পর এ হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
শনিবার (৩১ ডিসেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
শনিবার কিয়েভসহ ইউক্রেনজুড়ে ২০টি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া। এরপরই ক্ষুব্ধ বার্তা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার ইউক্রেনজুড়ে ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। গত তিন দিনের মধ্যে দেশটিতে এটি রাশিয়ার দ্বিতীয়বার সিরিজ ক্ষেপণাস্ত্র হামলা। এ হামলায় কিয়েভে একজনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে।
এদিকে কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো বলেছেন, রাজধানীতে ধারাবাহিক বিস্ফোরণের পর অন্তত একজন নিহত ও ২০ জন আহত হয়েছেন। মেয়র বলেন, আহতদের মধ্যে একজন জাপানি সাংবাদিকও রয়েছে এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এর আগে গত শুক্রবার দেশটিতে সবচেয়ে বড় বিমান হামলা চালায় রুশ বাহিনী। ফেব্রুয়ারিতে ইউক্রেন আক্রমণের পর এটি সবচেয়ে বড় বিমান হামলা বলে গণমাধ্যমে জানানো হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ‘নববর্ষের প্রাক্কালে বেশ কয়েকবার সিরিজ ক্ষেপণাস্ত্র হামলা চালানো হলো। মানুষের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র ... এর জন্য বিশ্বের কেউ আপনাকে ক্ষমা করবে না। ইউক্রেন ক্ষমা করবে না।’
তিনি বলেন, মস্কো শয়তানের সঙ্গে জোট করেছে। ইস্টার ও ক্রিসমাসেও হামলা চালিয়েছিল রাশিয়া। তারা নিজেদের খ্রিস্টান বলে … কিন্তু তারা শয়তানের জন্য (কাজ করছে)। তারা শয়তানের জন্য এবং শয়তানের সঙ্গে আছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট রুশ নাগরিকদের উদ্দেশে বলেছেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ার ভবিষ্যৎ ধ্বংস করছেন। মিত্রদের আরও অ্যান্টি-এয়ারক্রাফ্ট এবং অ্যান্টি-মিসাইল সিস্টেম সরবরাহ করার আহ্বান জানিয়েছেন তিনি।
এসএন