পোল্যান্ডে বিস্ফোরিত ক্ষেপণাস্ত্র ‘সম্ভবত’ রাশিয়া থেকে ছোড়া হয়নি: বাইডেন
পোল্যান্ডের ভেতর যে ক্ষেপণাস্ত্রের আঘাতে দুজন প্রাণ হারিয়েছেন, সেটি সম্ভবত রাশিয়া থেকে ছোড়া হয়নি বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
স্থানীয় সময় মঙ্গলবার (১৫ নভেম্বর) ইন্দোনেশিয়ার বালি দ্বীপে বিশ্বনেতাদের সঙ্গে জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। খবর বিবিসির।
পোল্যান্ডে বিস্ফোরিত ক্ষেপণাস্ত্রটি রাশিয়া থেকে ছোড়া হয়েছে, এটি নিশ্চিত করে বলার সময় এখনো এসেছে কিনা এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, প্রাথমিক তথ্যগুলো ভিন্ন কথা বলছে। তাই পূর্ণাঙ্গ তদন্ত না হওয়া পর্যন্ত আমি এমনটি বলতে চাই না।
তিনি বলেন, ক্ষেপণাস্ত্রটির গতিপথ দেখে মনে হচ্ছে, এটি রাশিয়া থেকে ছোড়ার সম্ভাবনা কম। তারপরও আমরা দেখব।
ন্যাটোর এক সামরিক কর্মকর্তা সিএনএন’কে জানিয়েছেন, পোল্যান্ডে বিস্ফোরিত ক্ষেপণাস্ত্রটির গতিপথ শনাক্ত করেছেন তারা। রাডারে ধরা পড়া এই তথ্য ন্যাটো ও পোল্যান্ডকে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) স্থানীয় সময় বিকাল ৩টা ৪০ মিনিটে ইউক্রেন সীমান্ত থেকে পূর্ব দিকে প্রায় ছয় কিলোমিটার দূরে পোল্যান্ডের প্রজেওডো গ্রামে আঘাত হানে একটি ক্ষেপণাস্ত্র বলে জানিয়েছে পোলিশ পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে দুজনের মৃত্যু হয়। তারা দাবি করে এটি রাশিয়া থেকে ছোড়া হয়েছে। যদিও এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া।
আরএ/